কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে শুরু করব “আসুন শিখি Microsoft powerpoint part 11”
***প্রথমে Microsoft powerpoint খুলে file>new তে ক্লিক করুন।
***তারপর, ডানপাশে black presentation এ ক্লিক করুন।
***তারপর, other layout এর ৩ নাম্বার layout টি সিলেক্ট করুন।
***তারপর,double click to add chart এ ডবল ক্লিক করুন।
***দেখবেন একটা editing chart আসবে।
***chart টা এডিট করে close button এ ক্লিক করুন।
***তারপর, ফাকা জায়গায় মাউস এর কার্সর নিয়ে একবার ক্লিক করুন।
***তারপর, slide show>custom animation এ ক্লিক করুন।
***তারপর, ডানপাশে add effect>entrance>blinds এ ক্লিক করুন।
***তারপর, 1 লেখা বারে নিচের দিকে down এ ক্লিক করে effect options এ ক্লিক করুন।
***তারপর, যে বক্স আসবে তাতে sound থেকে যেকোনো sound সিলেক্ট করুন।
***timing option এ গিয়ে speed medium, start after previous সিলেক্ট করুন।
***তারপর, chart animation এ গিয়ে group chart by element in series সিলেক্ট করুন।
***তারপর,slide show করে দেখুন আপনি কি বানিয়েছেন।
আপনাদের জন্য একটা সুসংবাদ আছে।আর সেটা হল আর কয়েক part এর মাঝে আমার powerpoint এর টিউন শেষ হবে।আমার জন্য দোয়া করবেন যেন এর পর আমি যেন আরেকটা ধারাবাহিক টিউন শুরু করতে পারি।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
Thank u again…