কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
অনেক দিন পর আবার techtunes এ ফিরে আসলাম। exam এর কারনে এই কয়েকদিন powerpoint এর উপরে টিউন করতে পারিনি।আশা করি আপনারা ভুল বুঝবেন না।
আমি আপনাদের বলেছি powerpoint এর উপর ফুল টিউটোরিয়াল শেষ করব।আপনাদের বলছি এটার উপর ফুল টিউটোরিয়াল না শেষ হওয়া পরযন্ত অন্য ধারাবাহিক tutorial শুরু করব না।
আজকে আমার টিউন টি হল Microsoft powerpoint part-10
*** প্রথমে Microsoft powerpoint open করুন।নিচের মত window আসবে।
***তারপর file>new তে ক্লিক করুন।
***তারপর, ডানপাশে black presentation এ ক্লিক করুন।
***তারপর, ,এখানে বিভিন্ন ধরনের layout থাকবে।scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর প্রথম আইকন এ double click করুন।নিচের মত একটি window খুলে যাবে।
***প্রথমে, click to add title এ গিয়ে grapics design লিখি।তারপর,click to add text এ গিয়ে photoshop.illustrator,flash লিখুন।তারপর, clip art এর ওখানে double click করে একটি clip art সিলেক্ট করুন।
***তারপর, clip art এ একবার ক্লিক করে মেনু থেকে slide show>custom animation এ ক্লিক করুন।
***তারপর, add effect>motion paths>draw custom path>curve এ ক্লিক করুন।
***এডিটীং screen এ cursor নিলে (+) আসবে।screen এর বামদিকে উপরের কোনা হতে নিচে ডানদিকে কোনায় বারবার ক্লিক করে দ্রাগ করতে থাকুন।দেখবেন একটি curve create হয়েছে।
***তারপর, মাউস double click করুন।দেখবেন, ওই curve এর লাইন বরাবর ছবিটি মুভ করছে।
***তারপর,ডানপাশে speed এ গিয়ে very slow করে দিবেন।
***তারপর, file>save এ ক্লিক করে যেকোনো নামে সেভ করুন।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
সাবিহা,
ধন্যবাদ আপনার টিউনের জন্য।
Office 2007 , 2010 এর নতুন ফিচারগুলো নিয়ে পোস্ট করলে উপকৃত হব।