আসস্লামুআলাইকুম
কেমন আছেন সবাই? আজ আমি প্রায় ৪ বছর পর টিউন করতে বসলাম। তো টেকটিউনসে ঢুকেই কিছু বুঝলাম না। যাই হোক তারপরে ও টিউন টি করছি। তো আমি আজ যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলব সেটা খুবই নতুন একটা বিষয়।
আমাদের ভেতরে অনেকেরই বাইক আছে বাইক ছাড়াও অনেকের হয়তবা গাড়ী ও আছে। তো যাদের গাড়ী বা বাইক আছে তাদের জন্য আজকের এই টিউনটি।
যাদের বাইক আছে তারা নিশ্চই তাদের গাড়ীর ইন্সুরেন্স করান। কারন ইন্সুরেন্স না করালে তো আপনার সমস্যা, ট্রাফিক সার্জেন্ট ধরতে পারলে আপনার জরিমানা অনেক টাকা। তো এই সমস্যার সম্মুখিন আমরা হয়ত অনেকেই হয়েছি। বেশীর ভাগই এই সমস্যায় পড়তে হয় এক্সপায়ার ডেট টা মনে না থাকার কারনে। তো যদি এরকম টা হয় আপনার সাথে যে আপনি হয়ত রাতে দেখলেন যে আপনার বাহনটির ইন্সুরেন্স করানো হয়নি আর তার এক্সপায়ার ডেট ছিল আজকে তাহলে কি করবেন?
ভয় পাবার কোন কারন নেই আপনাকে শুধু এই সাইটাতে গিয়ে (http://www.nitolinsurance.com) আপনার কিছু ইনফো দিতে হবে-
আরো অনেক কিছু। এগুলো দিয়ে ফর্ম ফিলআপ করে আপনি চাইলে বিকাশ, রকেট, নেক্সাস কার্ড, মাস্টার কার্ড ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে। যেমন একটা মটর বাইকের ইন্সুরেন্স চার্জ হতে পারে ২২০-২৫০ টাকা সিসি অনুযায়ী।
আপনার পেমেন্টের সাথে সাথে আপনাকে একটা মেইল করবে নিটোল ইন্সুরেন্স থেকে। এছাড়া আপনার দেয়া ঠিকানাতে তারা পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে আপনাকে কুরিয়ার করে ইন্সুরেন্সের কাগজ পাঠাবে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন বিষয় টি। যদি এখনো না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি (https://youtu.be/dU4hze7-DyU) দেখে নিতে পারেন তাহলে হয়ত আর কঠিন লাগবে না।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।