ব্লগারে সম্পুর্ণ ব্লগ তৈরির টিউটোরিয়াল (পর্ব-৯: সার্চইঞ্জিনে সাইট সাবমিট)

ব্লগারে সম্পূর্ণ ব্লগ তৈরি

আসসালামুয়ালাইকুম।বিভিন্ন ব্যাস্ততার জন্য কিছুদিন টিউন করতে পারিনি।আজ সময় পেলাম তাই বসে গেলাম ধারাবাহিক টিউনের আজকের পর্ব লিখতে।আজ আমরা ব্লগসাইট কে সার্চইঞ্জিনে সাবমিট করার পদ্ধতি জানব।সার্চইঞ্জিন কি এটা প্রায় সবাই জানেন।সার্চইঞ্জিনে খোঁজ করা কিওয়ার্ডের ভিত্তিতে সার্চইঞ্জিন বিভিন্ন সাইটে ঐ কীওয়ার্ড সম্পর্কিত কন্টেন্ট খোঁজ করে।আপনার সাইটে ঐ কীওয়ার্ড সম্পর্কিত কন্টেন্ট থাকলেও যদি সাইটটি সার্চইঞ্জিনে ইনডেক্সকৃত না থাকে তাহলে তা সার্চলিষ্টে দেখাবে না।ফলে আপনি অনেক ভিজিটর থেকে বঞ্চিত হবেন।আজ আমরা Google, Yahoo, MSN (Bing) ,Ask এবং ছোটো খাটো অন্যান্য সার্চইঞ্জিনে সাইট সাবমিট করার পদ্ধতি দেখব।

গুগল (Google)

গুগলে সাইট সাবমিট করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।তারপর নিচের চিত্রের মত ওপেন হওয়া পৃষ্ঠায় URL এর জায়গায় আপনার ব্লগের ঠিকানা (http:// সহ), কমেন্ট(Comments) এর জায়গায় আপনার ব্লগ সম্পর্কে কিছু লিখে ক্যাপচা সঠিকভাবে পুরন করে Add URL বাটনে ক্লিক করুন।ব্যাস আপনার সাইট গুগল ইনডেক্স এ যোগ হয়ে গেসে।এছাড়া গুগলের আরো কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনার ব্লগকে সার্চ লিষ্টে আরো ভাল অবস্থানে নিয়ে যেতে পারবেন।সেগুলো সম্পর্কে পরে একটা টিউন করার ইচ্ছা আছে।

ইয়াহু (Yahoo!)

ইয়াহুতে সাইট সাবমিট করার জন্য আপনার অবশ্যই একটি ইয়াহু মেইল একাউন্ট লাগবে।প্রথমে এখানে ক্লিক করুন। এরপর Submit a Website or Webpage এ ক্লিক করে Add URL এ আপনার সাইটের ঠিকানা টি লিখে Submit URL এ ক্লিক করুন।এরপর আপনাকে আপনার ইমেইল টি দিয়ে লগিন করলেই আপনার সাইটটি ইয়াহু সাইট ডিরেক্টরিতে যোগ হয়ে যাবে।

বিং (Bing)

বিং মাইক্রোসফটের নিজস্ব সার্চইঞ্জিন যা আগে MSN নামে পরিচিত ছিল।বিং এ আপনার সাইট যোগ করতে প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন।তারপর সঠিকভাবে ক্যাপচা পুরণ করে Type the URL of your homepage লেখাটির নিচের বক্স এ আপনার সাইটের URL টি লিখে Submit URL এ ক্লিক করুন।সাথে সাথে আপনার সাইট বিং এর খাতায় যোগ হয়ে যাবে।

আস্ক (Ask)

আস্ক এ সাইট সাবমিট করার সহজ কোনো পদ্ধতি আমি পাইনি।আপনার যারা আস্ক এ সাইট সাবমিট করতে চান তারা মাহমুদ ভাইয়ের এই পোস্ট টা পড়তে পারেন।

বাইদু (Baidu)

বাইদু বর্তমানে ৩ নাম্বার সর্বোচ্চ ব্যবহৃত চীনা ভাষার সার্চ ইঞ্জিন।বাইদু তে আপনার সাইট সাবমিট করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন।তারপর প্রথম বক্সটিতে আপনার সাইটের ঠিকানা লিখে পরের বক্সটিতে এর পাশে দেয়া নাম্বারগুলো সঠিকভাবে লিখে সাবমিট লেখাতে ক্লিক করবেন।যেহেতু সাইটটি সম্পুর্ন চীনা ভাষায় তাই গুগল ক্রোম ব্যবহার করে ট্রান্সলেট করে নিন।যারা করতে জানেন না তারা এখান থেকে ছবি দেখে সাবমিট করুন।

এছাড়া অন্যন্য ছোটখাটো সার্চইঞ্জিনে আপনার সাইট সাবমিট করার জন্য নিচের লিঙ্কগুলো দেখতে পারেন।এসব তৃতীয় পক্ষের সাইটসমুহ একত্রে অনেকগুলো সার্চ ইঞ্জিনে একসাথে সাইট সাবমিট করতে পারে।সাইট সাবমিসান পদ্ধতিও উপরের গুলোর মত।সাবমিট বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।আশাকরি পারবেন।

ধন্যবাদ।

আমার ব্লগস্পট

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউনের এবং টিউনারের সাথেই আছি। টিউটোরিয়ালটিতে এত GAP দিচ্ছেন কেন?
মন্তব্য করার সময় LINK দেওয়ার অপশন পাচ্ছিনা, একটু HELP করবেন PLEASE…

    সাথে থাকার জন্য ধন্যবাদ।পরীক্ষার কারণে GAP হচ্ছে।মন্তব্যে লিঙ্ক দেয়ার অপশান এডমিন সম্ভবত বন্ধ করে দিয়েছেন। আগে HTML লিঙ্ক ট্যাগ(<a href="URL">Text</a>) ব্যবহার করে দেয়া যেত।

bhai onekdin dore ami ai tuner jonno w8 korte chilam.ajke koiekbar apnak call dite try korchilam but network bz dekaiche.jak ami khokono babi nai amar chaoa ato easy vave pabo.apnar tune theke onek kichu sikchi.nige 1ta blog banaichi.sob kag ses but search engine show korto na.jak akhon problem solve.thanks a lot.mon chaile amar blog ta kmon hoiche bolven.http://www.gsmideazone.co.cc/

    সাথে থাকার জন্য ধন্যবাদ।আসলে সব কিছু একসাথে লেখা আমার জন্য সম্ভব না।তারপরও চেষ্টা করি সময় বের করে ভাল ভাবে টিউন লিখতে যাতে সবাই সহজভাবে বুঝতে পারেন।এ জন্য একটু দেরী হয়।এ জন্য আমি দুঃখিত।চেষ্টা করব নিয়মিত লেখার।আশাকরি সাথে থাকবেন।আর সহজভাবে বাংলা লিখতে অভ্র কিবোর্ড ব্যবহার করুন।

thank u

bhai asa kori next tune hobe google addsense account nie all in 1 good process

    ওগুলো নিয়ে আরেকটু পরে টিউন করব।আগে সাইটের টুলস বা অন্যান্য বিষয় সম্পর্কে টিউন করার ইচ্ছা আছে। এডসেন্স থেকে আয়ের চিন্তা আপাতত না করে সাইট কে আরো রিচ করুন।সাইটকে সবার সাথে পরিচয় করিয়ে দিন।

জানতাম… তবুও ভালো লাগলো……..

ভালো হচ্ছে নাইম ভাই।

আসলে নিজের মন মতো ব্লগার এ কিছু এডিট করতে হলে মনে হয় html জানতে হবে।তাই আমি শিখতেছি আপনি ও শিখতে পারেন। http://techtweets.com.bd/web-internet/jakirbdl/215

    হুম সত্য কথা।HTML জানা জরুরী যাদের ব্লগ আছে তাদের জন্য।

Naiem bhai jotil tune.apnar xm valo hok Amin

bhai amake aktu help koren amar blog a sticky post hoina kno?
ami date and time change korle
Post date and time
Automatic
Scheduled at
date change korle
Your post will be automatically published on 10/05/12 at 10:31.

    আপনি যে পোস্টটা প্রথমে দিতে চান ওটার শিডিউল লাষ্ট যে পোস্ট পাবলিশ করেছেন ওটার তারিখ এর পরে একটা তারিখ দিয়ে পাবলিশ করবেন।

ধন্যবাদ টিউনের জন্যে। আপনার আগের টিউনে একটা কমেন্টস করেছিলাম… আমার সাইটে এড দেয়ার ব্যাপারে। http://i52.tinypic.com/16hqlbb.png এই পিকচার টা দেখুন তাহলে বুঝবেন। আমার সাইট http://gsmsolutionforum.blogspot.com

    আমি বলেছিলাম।আপনি এডসেন্সে ঢুকে My Ads এ ক্লিক করে New Ad Unit এ ক্লিক করে ২৫০*২৫০এডস তৈরি করে প্রথমে এবং পোস্টের মাঝখানে দিয়ে দেখতে পারেন।তবে আপনার চিত্রের মত ব্লগ পোস্ট এর উপরে একসাথে ২ টা এড বক্স ব্যবহার করা যাবে না।আর করতে হলে আপনাকে টেম্পলেটটি তে এডিট করে তারপর জায়গা তৈরি করতে হবে।

@নিশাচর নাইম" ভাই ভালো করে না জেনে কিছু বলা ঠিক নয়। আপনি বলেছেন এভাবে পারবনা কিন্তু এখন আমার সাইট টি দেখুন। আমি টেম্পলেট এডিট না করেও করতে পারলাম। আপনাকে ছোট করা্র জন্যে বলছি না। আসলে আমি কারো কাছ থেকে কখনও কোন সাহায্য পাইনি। যতদূর এসেছি সব নিজের চেষ্টায় আর w3schools.com টিউটোরিয়াল এর মাধ্যমে। আপনাকে আবারো ধন্যবাদ।

    আপনি আমার কথা বুঝতে পারেননি।আমি বলেছি এডসেন্সের দুটো গেডগেট একসাথে বসানোর জন্য আগে থেকে টেমপ্লেটে জায়গা থাকতে হবে।আপনি যেটা করেছেন সেটার কথাই আমি বলেছি আগে New Ad Unit করে কোড গুলো HTML/JavaScript গেডগেট এ ডাবল পেষ্ট করে করা যাবে। এটা ছাড়া টেমপ্লেট এডিট করা ছাড়া আর উপায় নেই(আমার জানামতে)। হয়তো বিস্তারিত বলিনি বলে বুঝতে সমস্যা হয়েছে।আমি সবাইকে সাধ্যমত সাহায্য করতে চেষ্টা করি।লেখার ব্যাপার-স্যাপারের এবং সময়ের কারণে সংক্ষিপ্ত আকারে বলতে হয়।আর W3schools কোডিং শেখার সাইট।আমি নিজেও কেউ HTML- CSS শিখতে চাইলে এই সাইট সাজেষ্ট করি।নিজে নিজে করলে অনেক নতুন কিছু শিখতে পারবেন।আমিও নিজেও এতদুর এসেছি নিজের চেষ্টায়।আমাকে কেউ কিছু শেখায়নি।নিজে নিজে বই পড়ে,নেট গেটে শিখেছি।

Level 0

ভাই, আপনার website (http://www.ebooksdunia) এর template টা দেওয়া যাবে?? .XML file টা কোথাও upload (ziddu or others) করে দেন….Please…..অথবা download site এর link দেন….plz……

আর আপনার সাইটে read more Tutorial টা ঠিক আপনার সাইটের দেওয়া read more widgt এর মতো না…..আপনার সাইটের টা দেন Plz

    টেমপ্লেট টা কই থেকে ডাউনলোড করেছিলাম মনে নেয়। আপনি বরং সার্চ দিয়ে দেখুন।আরো অনেক ভাল ভাল টেমপ্লেট পাবেন।সবচেয়ে ভাল হয় ব্লগার টেমপ্লেট ডিজাইনার দিয়ে নিজে ডিজাইন করলে।আমার ব্লগেরটাও পরিবর্তন করার ইচ্ছা আছে।

      আর রিড-মোর এটাই আমার ব্লগে এপ্লাই করেছি।এখানে শুধু Read More লেখাটা পরিবর্তন করে »»Read more… দিয়েছি ।এটা আপনিও এডিট করতে পারবেন।

ভাই আপনার সাইট ওপেন হয় না কেন ? আমার একটা ব্লগ আছে ( http://versityaddmission.blogspot.com/ ) একটু দেখবেন প্লীজ ।ভিজিটর কম (৪০০-) সার্স ইঞ্জিন অপ্টিমাইজেশনে কি কোন গোপন কিছু আছে নাকি ?? আর এটার এলেক্সা রেটিং কিভাবে বাড়ান যায় ? কোন সাজেশন প্লীজ ।

    কোন সাইট ওপেন হচ্ছে না? আমারটাতো অপেন করে দেখলাম মাত্র।

    এখন হচ্ছে । তবে কিছুক্ষন আগেও ওপেন হচ্ছিল না । মেবি আমার নেটের স্লো স্পীডের জন্য ওপেন হয় নাই ।

    আর SEO নিয়ে অনেক টিউন হচ্ছে সেগুলো নিয়মিত খেয়াল করুন সাইটের ট্রাফিক বাড়াতে চাইলে।

বস
ফেইসবুক এ লিংক শেয়ার করলে কোন ছবিটা থাম্বল এ দেখাবে সেটা কি ভাবে ঠিক করে দিব?
আমার কখনো ঠিকটা দেখায় কখনো অন্যটা দেখায়।

URL submit korar por dakhta parlam amr meta tag gulo ta plm hoyaca then ami ki seta correction kora abr submit korbo or new post korla ki bar bar submit korta hoba? sob gulo post ar alada link thaka amr ki sob gulo URL e submit korta hoba? kindly vaia ama k seo korta gala ki ki kaj korta hoy tar akta list dan like 1.tilte tag, 2.meta tag. 3.link exchage, 4, site map……………………………….
ata pala amr sikhta onek easy hoto. vaia apner post gulo thaka sekhar moto onek kicu aca. valo thakben vaia.

ধন্যবাদ ভাই

এটা করার জন্য আপনাকে HTML এডিট করা জানতে হবে যেহেতু ডিফল্ট হিসেবে ব্লগারে দেয়া নেই।

ট্যাগটা এরকম <a href="URL" target="_blank">Text</a>

এগুলো আপনাকে এডিট করে এর পিছনে আপনার লিঙ্ক দিতে হবে।নতুন পেইজ তৈরি করার জন্য Dashboard>Posting>Edit Post>Edit Page এ গিয়ে নতুন পৃষ্ঠা খুলে Add A gadget এ ক্লিক করে পেইজ গেডজেট যোগ করতে হবে।এখানে Mission , vision আপনার ডিফল্ট টেমপ্লেটের সাথে দেওয়া আছে।

এগুলো এডিট করতে হবে. একটু কষ্ট করে ফোন করলে আমি বলে দিবো।এখানে লিখতে গেলে অনেক কিছু বুজবেন না।