বাংলাদেশের প্রোগ্রামারদের কাছে ইউভিএ সবচেয়ে জনপ্রিয় জাজ। অনেক পুরোনো জাজ এই ইউভিএ। প্রোগ্রামিং practice এর জন্য ইউভিএ অনলাইন জাজ সব চেয়ে বড় সাইট এখানে হাজার হাজার প্রব্লেম আছে। এখানে সহজ, কঠিন, খুবইই কঠিন সব ধরনের সমস্যা আছে। এখানে তুমি অনেক সুবিধা পাবে, যেমন কে কোন প্রব্লেম সমাধান করতেছে সেটা দেখতে পারবে, কার রান টাইম সবচেয়ে কম লাগছে, তোমার রান টাইম কত, আরও অনেক সুবিধা আছে, যদি প্রব্লেম সমাধান করে থাক তাহলে বুঝতে পারবে, আমি শুধু এত টুকুই বলব এই সাইটটা খুবইই ভাল, এখানে সব ধরনের প্রোগ্রামিং টপিস এর উপর প্রব্লেম পাওয়া জায়।
আমি আপনাদের সুবিধার জন্য কিছু সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করতেছি। প্রোগ্রামার ভাই বোনদের জন্য আমার ভিডিও গুলি আশাকরি উপকার হবে। কিছু শিখতে পারলে তোমরা আমার ভালো লাগবে।
এখানে একটি ভিডিও দিলাম। বাকিগুলি আমার চ্যানেলে পাবেন। আমি আরও প্রবলেম সলভ করব।
লিঙ্কঃ
কিছু প্রবলেম সলভঃ
আমার জন্য সবাই দুয়া করবেন যেন আরও ভালো প্রোগ্রামিং করতে পারি। অবশ্যই টিউমেন্টে জানাবেন আমাকে।
আমি কাজী শামীম শাহারিয়ার ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 121 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।