সূত্রঃ টেকপাগলা
আশাকরি, সবাই ভাল আছেন। আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে। তাছাড়া পোস্টটি ভাল লাগলে অবশ্যই ফেসবুক, টুইটার, লিংকইডইনে শেয়ার করতে ভুলবেন না।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
আমরা দেখবো Pinterest Marketing নিয়ে। চলুন দেখা যাক, আমরা কিভাবে Pinterest এর মাধ্যমে মার্কেটিং করতে পারি। আমরা জানি পিন্টারেস্ট হচ্ছে ফেসবুক, টুইটারের মতো একটা সোস্যাল মিডিয়া সাইট এবং মার্কেটারদের মার্কেটিং করার জন্যে অনেক গুরুত্বপূর্ণ প্লেস যেখান থেকে সে খুব সহজেই ট্রাফিক পেতে পারে। আপনি চাইলে সেটা করতে পারেন। আমাদের সবগুলো ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে পিন টিউনে গেলে সব বাংলা ভিডিও লিস্ট আকারে দেখতে পাবেন এবং এখানে আমাদের ইউটিউব চ্যানেল এর লিংক দেয়া আছে চাইলে দেখতে পারেন।
পিন্টারেস্টে মার্কেটিং বা কাজ করতে গেলে অবশ্যই একটি পিন্টারেস্ট একাউন্ট থাকতে হবে। Pinterest.com এ গিয়ে আপনার জি মেইলের সাহায্যে একটি একাউন্ট খুলে নিতে পারেন এবং আপনার ইন্টারেস্টেড ৫ টি বিষয়ের উপর ফলো করতে পারবেন। এর মাধ্যমে অন্যান্যরা কিভাবে কাজ করছে এর আইডিয়া নিতে পারেন। Done করার পর একাউন্ট খুলা হয়ে গেলো। এখন আমরা একাউন্টটাকে সাজাবো। সেটিংসএ গিয়ে আপনার প্রয়োজন মতো একাউন্ট সেট করে নিবেন। তবে ইউজার নামের ক্ষেত্রে এমন নাম পছন্দ করতে হবে যা সচরাচর নয় এবং ওয়েব সাইটের ক্ষেত্রে ওয়েবসাইট নাম কনফার্ম করলে একটা কোড আশাকরি। আপনি চাইলে আপনার বোর্ড এর নাম এডিট করতে পারেন এবং আপনার বোর্ডে কাউকে জয়েন করতে চাইলে ইনভাইট করতে পারেন। বোর্ডে মুলত আমরা পিন অ্যাড করবো। এবং বোর্ডটিকে তৈরি করার পর এটাকে শেয়ার করতে পারেন। এখানে আপনি বিভিন্ন widget যা আপনার ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন। যেমন Save button, Follow, Pin, Board, Profile এগুলা অ্যাড করতে চাইলে খুব সহজেই অ্যাড করতে পারবেন। কপি করার মাধ্যমে খুব সহজেই আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। এখানে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনারা প্রোফাইলে গিয়ে বড় বড় বোর্ড ক্রিয়েট করবেন এবং অনেক বেশি পিন ক্রিয়েট করবেন তাহলে আপনার এই বোর্ড বা পিন টা গুগুলেও রেঙ্ক করতে পারে। আজকে এই পর্যন্তই…….
আশা করি, আপনাদের ভালো লেগেছে। সেই সাথে এমন আরও ভাল ভাল হেল্পফুল টিউটোরিয়াল পেতে আমাদের channel টি subscribe করা না থাকলে চ্যানেলটি Subscribe করে রাখুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/UClIC3SgneIgDRkFdJdVxaSw
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ TechPagla.com
ফেসবুক পেইজঃ fb.com/TechPaglaa
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/TechPagla
টুইটার একাউন্টঃ twitter.com/TechPagla
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/techpagla
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/TechPagla
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি টেক পাগলা সাঈদা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
হ্যালো, আমি সাঈদা। আমি একজন প্রানিবিজ্ঞানের ছাত্রী হওয়া সত্ত্বেও অনলাইন মার্কেটিং আমার কাছে খুব ভাল লাগে। আপনারা আমার লেখাগুলো নিয়মিত পড়বেন। কোন পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি টেক পাগলায় (techpagla.com) একজন মারকেটার হিসেবে কর্মরত আছি। সবার প্রতি শুভ কামনা। ধন্যবাদ।
ডাটা এন্ট্রি কাজ করে এত সহজে টাকা উপার্জন সত্যি ভাবা যায়না
https://www.techtunes.io/other/tune-id/567794