ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল কাজ শিখতে কিছু বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। আজকে আপনাদেরকে কিছু বেসিক ধারনা দিব। পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলচনা করা হবে। তাহলে শুরু করা যাক.
তড়িৎ বা বিদ্যুৎ কি? কত প্রকার ও কি কি?
ইলেকট্রন বা তড়িৎ আধান এর স্থিতি বা গতির ফলে সৃষ্ট শক্তিকেই তড়িৎ বা বিদ্যুৎ বলে।
ইলেকট্রন বা তড়িৎ আধান এর স্থিতি বা গতির উপর ভিত্তি করে এটিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা,
১.স্থির বিদ্যুৎ
২.চল বিদ্যুৎ
চল বিদ্যুৎ আবার দুই প্রকার। যথা
১.এসি
২.ডিসি
ইলেক্ট্রোনিক্স কি?
Electronics ইংরেজি শব্দ হলেও এটি এসেছে গ্রীক শব্দ ‘Elektron’ হতে। যার অর্থ, “বাহ্যিক ভাবে প্রয়োগকৃত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রে পরমানুর আচরণ পর্যবেক্ষণ ও পর্যালোচনা”।
অক্সফোর্ড ডিকশনারির সংজ্ঞানুযায়ী-
“Electronics is the branch of physics and technology concerned with the design of circuits using transistors and microchips, and with the behavior and movement of electrons.”
সহজ ভাবে বলা যায়,
"সেমিকন্ডাক্টর, ভেকুয়াম টিউব, ক্যাপাসিটর ও ইন্ডাক্টরের মাদ্ধমে ইলেকট্রন তথা বিদ্যুৎকে নিয়ন্ত্রিত ভাবে কাজে লাগানোর প্রক্রিয়াকেই ইলেক্ট্রোনিক্স বলে। "
সার্কিট কি? কত প্রকার ও কি কি?
বিদ্যুৎ উৎপত্তি স্থল থেকে যাত্রা শুরু করে আবার উৎপত্তি স্থলে ফেরত আসতে যে পথ অনুসরন করে তাকেই সার্কিট বলে।
সার্কিট প্রধানত তিন প্রকার। যথা
১. ওপেন সার্কিট
২. ক্লোজ সার্কিট
৩. শর্ট সার্কিট(শর্ট সার্কিট ও এক প্রকার ক্লোজ সার্কিট)
ক্লোজ সার্কিট আবার দুই প্রকার। যথা
১. পেরালাল সার্কিট
২. সিরিজ সার্কিট
অনেকের কাছেই হয়তো এই বিষয় গুলো একেবারেই অপ্রয়জনিয় মনে হবে। কিন্তু নতুনদের জন্য এটা জরুরি। পরবর্তী টিউনে আপনাদেরকে রেজিস্টর সম্পর্কে ভিডিও সহ বিস্তারিত জানাব।
আমি ছায়াদ আহম্মেদ আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।