আপনাদের সবাইকে স্বাগতম আমার ফটোশপ জোন এর ১৩তম পর্বে।আজ আমি আপনাদের দেখাবো,কিভাবে ফটোশপের মাধ্যমে একজন টাক মানুষের মাথায় চুল গজানো যায়।রাস্তার পাশে বাউন্ডারী ওয়ালের বিজ্ঞাপনে বা খবরের কাগজে চুল গজানোর ওষুধের বিজ্ঞাপনে দেখা যায় দুপাশে একই মানুষের দুটি ছবি যাতে একটিতে থাকে টাকমাথা আরেকটিতে থাকে চুলেভর্তি মাথার ছবি।সাধারণত মাথা ভর্তি চুলের এ ধরণের ছবি ফটোশপের মত সফটওয়্যারে করা হয়।আজ আমরা তাইই বানানো দেখব।
টাকমাথার ছবি খুলুন।
এই ছবিতে মাথায় চুল তৈরির জন্য প্রথমেই একটি ব্রাশ তৈরি করতে হবে।কারণ,যে সকল ব্রাশ ফটোশপে দেয়া আছে তাতে চুল তৈরির কাজ হবে না।ব্রাশ তৈরির জন্য প্রথমে ৬৪x৬৪ পিক্সেল এর ডকুমেন্ট খুলুন।
৬৫পিক্সেলের সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করুন,এর জন্য নিচের মত সেটিংস ঠিক করুন।
এখন বাশটি দিয়ে ডকুমেন্টটিতে একবার ক্লিক করুন।নিচের মত হবে।
টুলবক্স থেকে hand tool এ ডাবল ক্লিক করুন।ফলে ডকুমেন্টটি বড় হবে।এখন eraser সিলেক্ট করে যেখানে কালো রঙ বেশি পড়ে গেছে সেখানে একটু একটু করে মুছে নিন।ফলে নিচের মত হবে।
Filter->blur->Gaussian blur কমান্ড দিন।একটি বক্স আসবে।এতে মান দিন ০.৫। এখন ok করুন।এরপর ctrl+a প্রেস করুন। ফলে পুরো ডকুমেন্ট সিলেক্ট হবে।এখন edit->define brush presets কমান্ড দিন।একটি বক্স আসবে।যেকোন নাম দিয়ে ok করুন।
ব্রাশ তৈরি হয়ে গেলো।ব্রাশ তৈরি করার জন্য যে ডকুমেন্টটি আপনি খুলেছিলেন তা বন্ধ করে দিন।সেভ করারও দরকার নেই।
এখন আপনি যে ব্রাশ তৈরি করলেন তা সিলেক্ট করুন।এবং এর জন্য নিচের মত সেটীং ঠিক করুন।
Window->brushes কমান্ড দিয়ে ব্রাশ এর আরেকটি সেটিং উইন্ডো আনুন। নিচের মত সেটিং ঠিক করুন।
উপরের ছবিতে control ড্রপ ডাউন বক্সের পাশে যত বড় মান নির্ধারন করবেন আপনার আকা চুল তত বড় হবে।
এখন চুল যে কালার করতে চান ফরগ্রাউন্ড হিসেবে সেই কালার সিলেক্ট করুন।
এখন টেকো মাথার উপর মাউস ক্লিক করে রেখে ক্লিক না ছেড়ে shift প্রেস করে রাখুন।এ অবস্থায় সোজা উপরের দিকে ড্র্যাগ করুন।ফলে খাড়া খাড়া চুল তৈরি হবে,বাকা চুল তৈরি করতে চাইলে shift না ধরে ড্র্যাগ করুন যেকোনো দিকে,অর্থাত যেদিকে আপনি বাকাতে চান।আমার ছবিটা নিচের মত হল।উল্লেখ্য চুল তৈরির কাজটা অনেক সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ।আমি মোটামুটিভাবে নিচের মত করে কম সময়ে যতটুকু সম্ভব,চুল বানানোর চেষ্টা করলাম।
ছবিটি বড় করুন।
দেখুন চুলের গোড়া অসম রয়ে গেছে।গোড়াগুলো সুন্দর করার জন্য আপনি blur tool ব্যবহার করতে পারেন।ফলে নিচের মত পাওয়া যাবে।
এবার দেখুন,চুল পেয়ে লোকটা কত খুশি !!!!
সাধারণত এভাবেই চুল তৈরি করা হয়। কেমন লাগলো জানাবেন।ধন্যবাদ সবাইকে।
এ অধ্যায়ে আমরা শিখলাম,
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে এককথায় অসাধারন,মিঠু ভাইয়ের থেকে ফটোশফের এত সুন্দর টিউন গুলি সত্যিই খুবেই আনন্দ লাগতেছে।কারন এক সময় চিন্তা করতাম এই কাজগুলি কি ভাবে করে। ধন্যবাদ আপনাকে ।