ভেরিয়্যাবলের ব্যবহার যোগ করার সহজ প্রজেক্ট (প্রগ্রামিং সি পর্ব-৪)

আগের পর্বে কনস্ট্যান্ট ও ভেরিয়্যাবল এর উপর ধারনা লাভ করেছি। এখন দেখবো কিভাবে সি প্রগ্রামে খুব সহজে দুটি সংখ্যা যোগ করা যায় ।

প্রথমে তিনটি ইন্টিজার টাইপের ভেরিয়্যাবল num1,num2 ও sum নিতে হবে-

প্রকাশ করার নিয়ম হলো:

int num1;

int num2;

int sum;

এখন কীবোর্ড থেকে num1 এবং num2 এর মান নিতে হবে:

এক্ষেত্রে scanf() ফাংশনটি ব্যবহার করতে হবে। এই ফাংশনটির মাধ্যমে সরাসরি কীবোর্ড থেকে কোন ভেরিয়্যাবলের মান নেয়া যায়।

scanf("%d",&num1);

scanf("%d",&num2);

উপরের দুটি বাক্যে %d দিয়ে ইন্টিজারের এর মান বুঝানো হয়েছে। ডাবল কোলনের মাঝে রাখতে হবে এটি। তারপর একটি কমা দিয়ে &num1 লিখতে হবে। অবশ্যই শেষে সেমিকোলন দিতে ভুলবেন না যেন।

এবার

sum=num1+num2;

লিখতে হবে। সহজেই বুঝতে পারছেন - sum ভেরিয়্যাবলের মধ্যে num1 ও num2 যোগফলের মান রাখা হচ্ছে। এখন sum এর মান প্রিন্ট করলেই হলো।
printf("Sum is: %d",sum);

তাহলে সম্পুর্ণ প্রগ্রামটা দাড়ালো:

#include

#include

int main()

{

int num1;

int num2;

int sum;

printf("Enter num1 and num2\n");

scanf("%d",&num1);

scanf("%d",&num2);

sum=num1+num2;

printf("The sum is %d",sum);

getch();

}

সি এর সকল টিউটরিয়াল এখানে
বাংলা ভিডিও টিউটরিয়ালটিতে এই অংশটুকুই আলোচনা করা হয়েছে। যাদের স্পিড ভালো এবং ভিডিওতে সুবিধা মনে করেন তাদের জন্য এই লিংক

সবার মতামতের আশা রাখছি। সি এর বসদের সমাধান সহ মতামত আরও বেশি প্রয়োজন।

সবাইকে পরবর্তি পর্বের আমন্ত্রন। আজকের মতো এখানেই শেষ করছি।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনগুলো পড়ে প্রোগ্রামিং সি এর উপর বেশ কিছু ধারণা বাড়ছে।আচ্ছা ভিসুএল বেসিক এটিও তো হাইয়ার ল্যাঙ্গুয়েজ।এটি নিয়ে টুকটাক কাজ করেছি।এর সম্পর্কে একটি টিউন করলে ভাল হত।

ধন্যবাদ ইয়াসিন ভাই। পরবর্তিতে চেস্টা করবো ভিসুএল বেসিক এর উপর লিখতে। ভিসুএল বেসিক এর অনেক কিছুই ভুলে গেছি।

Level 0

hello do continue…………………….

ধন্যবাদ কিরন ভাই।