ফটোশপ জোন(পর্ব-১২:বয়স্ক মানুষের বয়স কমানো)

ফটোশপ জোন

ফটোশপের আজকের পর্বে আজ আমি আলোচনা করব,কিভাবে বয়স্ক মানুষের বয়স কমিয়ে দেয়া যায়,এ প্রসঙ্গে।পূর্ববর্তী একটি পর্বে আমি আলোচনা করেছি,যুবককে বৃদ্ধে পরিণত করার পদ্ধতি।আজ দেখবেন তা উল্টাটা করার উপায়।তো শুরু করা যাক।

যে মানুষের বয়স কমাতে হবে তার ছবি খুলুন।

লক্ষ্য করুন।এই লোকের বয়সের জন্য ত্বকে কিছু ভাজ পড়েছে।এগুলো প্রথমে দূর করতে হবে।এজন্য healing brush tool নির্বাচন করুন।

এর জন্য টুলস অপশনস বার থেকে নিচের মত সেটিং ঠিক করুন।

এখন ত্বকের উপরের কোন মসৃন কোন জায়গায় alt চেপে রেখে ক্লিক করুন।ফলে যে জায় গায় ক্লিক করলেন তার একটি কপি তৈরি হবে।এখন ভাজগুলো বরাবর একটু একটু করে ক্লিক করে করে এগিয়ে যান।দেখবেন ভাজগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে অর্থাৎ ঐ জায়গায় কপি করা ত্বকের মসৃন অংশটি স্থাপিত হচ্ছে।একটা কথা মনে রাখবেন,সবসময় প্রতিটা ভাজকে ফিলআপ করবেন ঐ ভাজের কাছাকাছি মসৃন জায়গার কপি দ্বারা।সব ভাজ অদৃশ্য হয়ে গেলে দেখবেন, পুরো ত্বকের রঙ  সুষম হয়েছে কিনা।বড়ো বয়সে সাধারণত ত্বকের রঙ সুষম হ না। ত্বকের রঙ সুষম করার জন্য ত্বকের কোন পরিষ্কার অংশে আবার alt যোগে ক্লিক করে ঐ অংশ দিয়ে সারা মুখে ক্লিক করে করে ত্বকের নিচের মত।

এখন চুল এবং ভুরু গুলো সিলেক্ট করুন। একসাথে সবই যে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নেই।আপনি একটি একটি করে সিলেক্ট করে কাজ করুন।সাবধানে করবেন,যেনো, বাইরের অন্য কিছুই সিলেক্ট না হয়।

এখন image ->adjustment->curve কমান্ড দিন।নিচের মত বক্স আসবে,প্রয়োজনীয় মান নির্ধারন করে দিন যার ফলে আপনার ছবির চুল ও ভুরুর রংগুলো কালো অথবা ধূসর হবে ।যে মান আপনার ছবির জন্য সামঞ্জস্য পূর্ণ হয়সে মান দিন।

আমি নিচের মত মোটামুটি একটা স্যাম্পল দেখালাম। সময় নিয়ে করতে পারিনি বলে দুঃখিত।

কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই।

ফটোশপের উপর লেখা আমার আগের ধারাবাহিক পোষ্টগুলো

ফটোশপ জোন(পর্ব-১: বেসিকঃ তৃণমূল পর্যায় থেকে)

ফটোশপ জোন(পর্ব-২ : কাস্টম অর্থাৎ নিজের পছন্দমত যেকোনো আকারের ব্রাশ তৈরি)

ফটোশপ জোন( বেসিক পর্ব-৩ : প্যাটার্ন কি,প্যাটার্ন তৈরি ও ব্যবহার)

ফটোশপ জোন(পর্ব-৪: একটি সাধারণ কিন্তু দৃষ্টিনন্দন ওয়ালপেপার)

ফটোশপ জোন(পর্ব-৫ : বিষয়- আগুন তৈরি )

ফটোশপ জোন (পর্ব-৬ : দৃষ্টিনন্দন পানির ফোটা )

ফটোশপ জোন(পর্ব-৭:বেসিক : দুটি ভিন্ন কালারের ছবির কালার ম্যাচ করা)

ফটোশপ জোন(পর্ব-৮:বেসিকঃ যুবককে বৃদ্ধে পরিণত করা)

ফটোশপ জোন(পর্ব-৯:বেসিকঃ সাদা কালো ছবিতে রঙ্গিন বস্তু)

ফটোশপ জোন(পর্ব-১০: বেসিকঃ পানিতে কোন বস্তুর প্রতিবিম্ব তৈরি)

ফটোশপ জোনঃ পর্ব-১১ (ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার ফলে ছবিতে সৃষ্ট রেড আই বা চোখের লাল স্পট সমস্যা দূর করা)

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল। প্রিয়তে না নিয়ে উপায় নেই।

    Level 0

    ধন্যবাদ।

Level 0

MITHU ভাই আপনার ফটোশপ এর টিউন করার ধারাবাহিকতা খুব সুন্দর । আপনি খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন। যা আমি পারিনা । আপনার মত সুন্দর করে উপস্থান করতে পারলে ফটোশপ এর টিউন করব আশা রাখি। যারা ফটোশপ জানতে আগ্রহী তাদের কাজে লাগবে। খুব ভাল চালিয়ে যান।

    Level 0

    হা হা হা,ভালো লাগলো এল ঝাক প্রশংসা বানী উপহার পেয়ে,ধন্যবাদ,আর উপস্থাপনার জন্য কোনো কিছু বন্ধ থাকতে পারেনা,চেষ্টা করুন,পেরে যাবেন,ধন্যবাদ।

খুব ভাল লাগল ।
আচ্ছা যুবককে কিশোর বানানো যায় কি ?

    Level 0

    হা হা হা, হ্যা,যায়।তবে এর জন্য অন্য পন্থা apply করতে হবে।যুবককে বৃদ্ধ বানানোর পন্থায়(আমার আগের টিউন দ্রষ্টব্য) করতে হবে।

    আর কিশোরকে বালক…

    Level 0

    কিশোরকেও একই পদ্ধতিতে বালক করা যাবে।

Level 0

ফটোশপ ভাই আপনার প্রটিতি টিউন আমি পিডিএফ করে রাখছি। আশা করছি জিম্প নিয়ে টিউন করবেন। ধন্যবাদ।

    Level 0

    প্রতিটি হবে।

    Level 0

    ভাই,এ ব্যাপারে আপনাকে নিরাশ করতে হচ্ছে বলে আমি সত্যিই স্যরি।

    Level 0

    পিডিএফ করতে পারেন,তবে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রাখতে হবে,অর্থাত আমার নামটা রাখবেন।পিডিএফের এক কপি আমাকেও দেবেন।ধন্যবাদ।

অনেক ভাল লাগল ।

    Level 0

    ধন্যবাদ

MITHU ভাই আমাকে একটু হেল্প করতে পারেন ফটোশফের ব্যাপারে? জানি পারবেন। আমার সমস্যা হলো আমি ছবি স্কেনিঙ করে প্রথমে সাইজ করি যেমন ধরেন একটা পাসপোর্ট ছবি সাইজ করলাম এখন এই ছবিটির প্রিন্ট দিবো কিন্তু এতে আমার অনেক সময় লেগে যায়। আমি আগেই একটি এ৪ সাইজের একটি ক্যানবাস করে নিয়েছি পাসপোর্ট সাইজের ছবিটি সেখানে place করে আনি এর পর alt চেপে ধরে কপি করি কিন্তু আমার মনে হয় যে, ফটোশফের এমন কোন সিস্টেম আছে যে, একটা ছবি ৪টা বা ৮টা কপি হয়ে যায় এক কমান্ডে কিন্তু আমি সেই সিস্টেম টা জানি না। আপনার জানা থাকলে জানাবেন।

    Level 0

    তার মানে আপনার আসল প্রশ্ন হচ্ছে যে,ফটোশপে সহজে কিভাবে একই জিনিসের একাধিক কপি তৈরি করা যায়।একটা কমান্ডেই অর্থাৎ একট কী প্রেস করেই আপনার ইচ্ছানুযাইয়ী সংখ্যক ছবির কপি আপনি তৈরি করতে পারবেন না,যেমনটি আপনি করে থাকেন প্রিন্টারে কোন কিছুর প্রিন্ট বের করতে গেলে,একটা ডায়লগ বক্সে একটা নির্দিষ্ট সংখ্যা বসিয়ে দিলে তত সংখ্যাক প্রিন্ট বের হয়ে আসে প্রিন্টার থেকে।তবে ফটোশপে আরেকটা সিস্টেম আছে।আপনি আপনার ছবিটি সিলেক্ট করে ctrl+a কমান্ড দিন।পুরো ছবিটি সিলেক্ট হবে।এখন ctrl+c কমান্ড দিন,পুরো ছবির একটা কপি তৈরি হবে।এখন ctrl ধরে রেখে যতবার V প্রেস করবেন ততসংখ্যক কপি পেষ্ট হবে আপনার কাংখিত ডকুমেন্টে।আশা করি উত্তর পেয়েছেন।ধন্যবাদ।

ফটোসপে টুকটাক কাজ ছাড়া আর কোন ইনট্রেস্ট ছিল না। তাই আপনার সবগুলো টিউন পড়েও দেখিনি। দুয়েকটি দেখেছি। সেই দুয়েকটাই আমার ইন্সট্রেস্ট বাড়িয়ে দিয়েছে। এবং ফটোসপ নিয়ে আপনার সবগুলো টিউন পড়তে বাধ্য হচ্ছি। টিউনার হিসাবে আপনি আমার চোখে সফল।

    Level 0

    হা হা হা হা হা,খুব বড় করে হাসলাম,খুব ভাল্লাগছে আপনাদের মত পাঠক পেয়ে,কারণ আপনাদের কমেন্টও আমাকে শতগুনে উতসাহিত করছে টিউন করতে।তাই পাঠক হিসেবেও আপনার সফল,ধন্যবাদ।

জটিল… হয়েছে। অনেক অনেক থ্যাঙ্কু

    Level 0

    আরে মাখন ভাই,কই ছিলেন,ব্যস্ত নাকি

মিথু ভাইকে ফটোশফগুরু বলতে হবে।আমার আসলে ফটোশফ নিয়ে অনেক প্রশ্ন ছিলো ্যা ঊনার টিউনের মাঝে উওর গুলি পাইতেছি।ধন্যবাদ আপনাকে।

Level New

প্রিয়তে, ধন্যবাদ আপনাকে

ভাই ফাটিয়ে দিয়েছ। দারুন হয়েছে। চালিয়ে যাও।

অনেক ভালো লাগছে আপনার টিউন গুলো