কেমন আছেন সবাই।আজকের টিউন তেমন বড় করব না ,এমনিতেই অনেক রাত হয়ে গেছে,পাকিস্তানের খেলা দেখছিলাম,তাই দেরি হয়ে গেল।যা হোক,কথা না বাড়িয়ে চলুন প্রসঙ্গে চলে আসি।
ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিতে অনেক সময় ছবিতে চোখে লাল রঙের স্পট পড়ে যাকে রেড আই বলে।ফটোশপে খুব সব সহজেই এই স্পট দূর করার ব্যবস্থা আছে।আজ আমি এটা নিয়েই আলোচনা করব।
যে ছবির রেড আই স্পট দূর করতে হবে তা খুলুন।আমি নিচের ছবিটি ওপেন করলাম।
এখন টুল বক্স থেকে color replacement টুলটি সিলেক্ট করুন।
এ টুলের জন্য নিচের মত সেটিংস ঠিক করুন।
লক্ষ্য রাখবেন, mode যেনো color এবং sampling যেনো continuous সিলেক্ট করা থাকে।
কাজের সুবিধার জন্য আপনি চোখের লাল অংশের চারপাশে সিলেকশান তৈরি করে দিতে পারেন যাতে কালার রিপ্লেস করতে গিয়ে অন্য জায়গায় রঙ না লাগে।অবশ্য এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে।
Color replacement tool দিয়ে এখন সিলেকশানের ভেতর ব্রাশ করতে থাকুন।ব্যস,হয়ে গেলো।
উল্লেখ্য,এই পন্থা ফটোশপ৭.০ এর পরের ভার্সনগুলোতে ব্যবহার করা যায়।
আজ আমরা শিখলাম,
Color replacement tool এর ব্যবহার।
কেমন লাগলো জানাবেন। পরবর্তী পর্বে জটিল একটি টিউন নিয়ে হাজির হব,ইনশাআল্লাহ।ভালো থাকুন।ধন্যবাদ।
ফটোশপের উপর লেখা আমার আগের ধারাবাহিক পোষ্টগুলো
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thanks for nice tune.