ফটোশপ জোন(পর্ব-৯: বেসিকঃ সাদা কালো ছবিতে রঙ্গিন বস্তু)

ফটোশপ জোন

কেমন আছেন আপনার সবাই ? ভালো আছেন নিশ্চয়ই ।আজও আমি আপনাদের সামনে ফটোশপের টিপস নিয়ে হাজির হয়েছি।তবে তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের,আমার এ টিউনগুলো যাদের উপকারে আসছে, কারন আপনাদের পড়া ও মন্তব্য করাই আমাকে প্রেরণা যোগাচ্ছে কিছুটা হলেও সময় বের করে টিউন করতে।তবে একটু বিশেষভাবে(বেশি না...একটু,কারন বেশি হলে অন্যরা মাইন্ড করতে পারেন) ধন্যবাদ জানাতে চাই মাখন ভাইকে,যার কমেন্ট আমার প্রতিটা টিউনে থাকবেই।

ফটোশপের ধারাবাহিক টিউনের আজকের পর্বে আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ছবিতে সাদাকালোর মাঝে একটি নির্দিষ্ট বস্তু রঙ্গিন রাখা যায়।

১)প্রথমে ছবিটি খুলুন file->open কমান্ড দিয়ে। আমি নিচের ছবিটি খুলেছি।

২)ছবিটি থেকে যে অংশটি রঙ্গিন রাখবেন তা সিলেক্ট করন,এজন্য lasso tool,marquee tool অথবা magic wand tool ব্যবহার করতে পারেন।আমি নিচের অংশটি সিলেক্ট করেছি,অর্থাত এই অংশটি আমি রঙ্গিন রাখবো।

৩)আমার উদ্দেশ্য ছবির নির্দিষ্ট অংশ রঙ্গিন রেখে বাকি অংশ সাদাকালো করা।এজন্য যে অংশ সাদাকালো করতে হবে তা সিলেক্ট করা উচিত।কিন্তু আমি সিলেক্ট করেছি যে অংশ রঙ্গিন রাখতে হবে সেই অংশ।তাই এখন shift+ctrl+I কমান্ড দিন ।এর ফলে আপনি যে অংশ সিলেক্ট অবস্থায় নেই তা সিলেক্ট হবে,এবং আপনি যে অংশ সিলেক্ট করেছিলেন তা আনসিলেক্ট হবে।এর ফলে আপনি যে অংশটি সাদাকালো করতে চান তা সিলেক্ট হল।

৪) image->adjustment->desaturate কমান্ড দিন।

ফলে নিচের মত হবে।

এইতো হয়ে গেলো আপনার কাংখিত ছবি।

এ পর্ব থেকে যা শিখলামঃ- কোন ছবিকে সাদাকালো করতে হলে desaturate কমান্ড ব্যবহার করতে হয়।অর্থাত image->adjustment->desaturate.

ভালো থাকবেন সবাই,কেমন লাগলো জানাবেন।ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও ধন্যাবাদ

Level 0

nice

হুম সুন্দর হয়েছে সবসময় নতুন কিছু শিখার অপেক্ষায় থাকি। ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যাবাদ।

মজার তো!

খুব ভাল।

এটার অপব্যবহার কি বুঝে গেছি। 😉

    Level 0

    হা হা হা,এটার না,আগেরটার।তবে না বুঝলে আরো ভালো হত 🙂

Level 0

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ। ফটোশপের উপর ধারাবাহিকভাবে টিউন করুন। সকলের উপকার হবে।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া,আমিতো ধারাবাহিকভাবেই টিউন করছি।আমার আগের টিউনগুলো দেখুন।

Level 0

আপনার ফটোশেপর উপর ধারাবাহিক টিউন গুলো খুব সুন্দর হচ্ছে………….ধন্যবাদ.

Thanks for nice tune

খুব কাজের একটা বিষয় নিয়ে টিউন করছেন। রেগুলার অবজার্ভ করছি আপনার পোষ্ট গুলো। খুব ভালো মানের টিউন করছেন আপনি। ধন্যবাদ 🙂

Level 0

ধন্যবাদ। টিউনের অপেক্ষায় থাকলাম।

Level New

fine fine fine

Level New

so nice chaliye zan vai amra shobai apnar shathe achi………thanks.

Level 0

ami hoyto ekto dere kore fellam……sob gula tune porar essa … chalay jan boss. pashe asi.