কেমন আছেন আপনার সবাই।আজ এই পর্বে আমি দেখাবো,কিভাবে ফটোশপে একজন যুবককে বৃদ্ধে পরিণত করা যায়।আশা করি মজা পাবেন।
১) প্রথমে যে যুবককে বৃদ্ধে পরিণত করা হবে তার ছবি খুলুন।আমি নিচের ছবিটির যুবককে বৃদ্ধে পরিণত করব।
এবার একটি বৃদ্ধের ছবি খুলুন।আমি বৃদ্ধের ছবি হিসেবে নিচের ছবিটি খুলেছি।লেসো টুল দিয়ে নিচের মত বৃদ্ধের মুখটি সিলেক্ট করুন।(পলিগনিক লেসো টুল ব্যবহার করা ভালো)
ctrl+c কমান্ড দিয়ে সিলেক্ট করা অংশটি কপি করুন।
file->new কমান্ড দিয়ে নতুন ডকুমেন্ট খুলে তাতে এই মুখাবয়বটি পেষ্ট করুন নিচের মত
ctrl+c কমান্ড দিয়ে সিলেক্ট করা অংশটি কপি করুন।
file->new কমান্ড দিয়ে নতুন ডকুমেন্ট খুলে তাতে এই মুখাবয়বটি পেষ্ট করুন নিচের মত
এবার কালার ম্যাচ করার পালা।অর্থাত যুবকের মুখের রঙটি বৃদ্ধের মুখে দেবো।এজন্য বৃদ্ধের মুখটি যে ডকুমেন্টে আছে তা সিকেক্ট করে নিন।এরপরে image->adjustment->match color কমান্ড দিন ।একটি বক্স আসবে ।তাতে নিচের মত সেটিংস দিন।তারপর ok করুন।
কীবোর্ড থেকে V প্রেস করে মুভ টুল সিলেক্ট করুন।এখন বৃদ্ধের এই মুখটি মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে যবকের মেইন যেই ছবিটা আছে তার উপরে বসিয়ে দিন নিচের মত করে।
লক্ষ্য করলে দেখবেন বৃদ্ধের মুখটি আরেকটি নতুন লেয়ারে যুবকের মুখের উপর স্থাপিত হয়েছে।বৃদ্ধের মুখ যে লেয়ারে আছে তা সিলেক্ট থাকা অবস্থায় ctrl+t প্রেস করুন ।ফলে মুখমন্ডলের চারপাশে ট্রান্সফর্ম টুল আসবে।তারপরে ছবির মত করে warp সিলেক্ট করুন।ফটোশপের আগের ভার্সনে warp অপশনটি নেই, cs3 বা এর পরের ভার্সন থেকে এই অপশনটি পাওয়া যায়।সেক্ষেত্রে ট্রান্সগর্ম ব্যবহারের পাশাপাশি (filter->liquify) কমান্ড ব্যবহার করে চেষ্টা করতে পারেন।
এর ফলে জালের মত গ্রীড লাইন দেখতে পাবেন।এর মাধ্যমে সুক্ষ্মভাবে যেকোনো অবজেক্ট নাড়ানো যায়। এর মাধ্যমে আপনারা মুখটিকে মোটামুটি সঠিকভাবে যুবকের মুখের উপর বসানোর চেষ্টা করুন।এরপর কাজ শেষে enter চাপুন।
এখন বৃদ্ধের চোখ,মুখ,নাক ইত্যাদি সূক্ষ্মভাবে (যতটুকু সম্ভব) বসানোর পালা।এজন্য নিচের ট্রিক্স অনুসরন করুন।
বৃদ্ধের মুখটি যে লেয়ারে আছে তা hide করুন।(লেয়ার প্যালেটে প্রতিটা লেয়ারের পাশে যে চোখের আইকন দেখতে পাচ্ছেন তাতে ক্লিক করলে লেয়ার hide অর্থাৎ অদৃশ্য হবে।যে চোখের আইকনে ক্লিক করবেন সেই আইকন সংশ্লিষ্ট লেয়ার অদৃশ্য হবে।আবার ক্লিক করলে দৃশ্যমান হবে।
লেয়ারটি অদৃশ্য করার পর যুবকের লেয়ারটি সিলেক্ট করুন ও যুবকের লেয়ারটির ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন।যুবকের কপি করা লেয়ারটি রেখে মেইন লেয়ারটি hide করে দিন।(এটা করার কারণ হল,যুবকের লেয়ারটি মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ার ছিল,আর ব্যাকগ্রাউন্ড লেয়ারে অনেক কমান্ড কাজ করে না,তাই এটি কপি করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি hide করে রাখলাম,পরবর্তীতে যুবকের লেয়ারে কোন কাজ করার দরকার হলে কপি করা লেয়ারটিতে কাজ করব।এখন নতুন একটি লেয়ার তৈরি করুন নিচের মত।
নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় lasso tool দিয়ে যুবকটির ঠোটের চারপাশে সিলেকশান তৈরি করি।এই সিলেকশানকে কালো রঙ দ্বারা ফিল করি।এরপর লেয়ার প্যালেটের উপরের দিকে থাকা opacity এর মান কমিয়ে দিই।আমি অবশ্য কমাইনি।আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য কমিয়ে নিতে পারেন।(নিচের চিত্র দেখুন)
যে সিলেকশানকে কালো কালার দ্বারা ফিল করলেন এটা তৈরি হয়েছে নতুন লেয়ারে যা সব লেয়ারের উপরে আছে।এখানে কালো রংটি যুবকের ঠোটের প্রকৃত অবস্থান নির্দেশ করছে।এবার বৃদ্ধের মুখের লেয়ারটি সিলেক্ট করে show করুন।এজন্য এই লেয়ারটি পাশের চোখের আইকনে ক্লিক করুন।এবার বৃদ্ধ ঠোটের চারপাশে সিলেকশান তৈরি করুন।এরপর ctrl+t প্রেস করুন।এখন ঠোটের উপর মাউস রেখে আগের মত মাউসের রাইট বাটন চেপে মেনু আনুন।এখান থেকে warp সিলেক্ট করুন।ফলে ঠোটের চারপাশে warp মোডের ট্রান্সফর্ম টুল তৈরি হবে।এর মাধ্যমে কালো ফিল কালার(যা যুবকের ঠোটের অবস্থান প্রকাশ করছে) দেখে দেখে সেই বরাবর বৃদ্ধের ঠোট স্থাপন করুন।প্রয়োজনীয় কাজ শেষে কালো ফিল কালারটি যে লেয়ারে আছে সেই লেয়ারটি ডিলিট করুন।
আবার বৃদ্ধের মুখের লেয়ারটি অদৃশ্য করে সব লেয়ারের উপরে আরেকটি লেয়ার বানিয়ে এই লেয়ারে যুবকের চোখের চারপাশে বৃত্তাকার সিলেকশান তৈরি করে কালো কালার দ্বারা ফিল করুন।ফলে এই কালো কালারটি যুবকের চোখের অবস্থান নির্দেশ করবে।এরপর বৃদ্ধের মুখের লেয়ারটি show করে বৃদ্ধের চোখের চারপাশে সিলেকশান তৈরি করুন। সিলেকশানটিকে ট্রান্সফর্ম টুলের সাহায্যে কালো ফিল কালার দেখে দেখে যুবকের চোখের অবস্থান বরাবর বসান।অর্থাৎ ঠোটটি যেভাবে যুবকের ঠোটের স্থান বরাবর বসিয়েছেন সেভাবে চোখগুলোকেও বসান।
একইভাবে যুবকের নাক বরাবর বৃদ্ধের নাক বসান
প্রথমে নতুন লেয়ার তৈরি করুন সব লেয়ারের উপরে।এরপর যুবকের নাকের একটি সিলেকশান তৈরি করুন lasso tool দিয়ে।এরপর নতুন লেয়ারে সিলেকশান অংশটি কালো রঙ দ্বারা ফিল করে opacity কমিয়ে দিন কাজের সুবিধার জন্য।
এরপরে বৃদ্ধের লেয়ারটি সিলেক্ট করুন নিচের মত।
Ctrl+t প্রেস করে ট্রান্সফর্ম টুল apply করুন এবং নাকের মাঝখানে অর্থাৎ যেখানে ট্রান্সফর্ম apply হয়েছে সেখানে মাউসের ডান বাটন ক্লিক করে মেনু আনুন,সেখান থেকে warp সিলেক্ট করুন ।ফলে নিচের মত হবে।
এখন এই গ্রীড লাইনগুলো টেনে টেনে বৃদ্ধের নাককে কালো ফিল কালার বরাবর বসান।
এরপর কালো ফিল কালারের লেয়ারটি ডিলিট করে ফেলুন।
এখন বৃদ্ধের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় লেয়ারের মোড overlay করুন এবং opacity er মান ৫৯% নির্ধারণ করুন।চিত্রে দেখুন
Normal থেকে
Overlay করা হল।
Opacity এর মান ৫৯% দেয়া হল।অবশ্য ,এই মানই যে দিতে হবে এমন কোন কথা নেই,আপনার সামঞ্জস্যপূর্ণ পান নির্ধারণ করুন।opacity যত বেশী হবে যুবক তত বৃদ্ধ হবে।আমার ছবিতে হাতটি দিয়ে যুবকের মুখের নিচের একটী অংশ
ঢাকা থাকায় আমি যুবকের লেয়ার সিলেক্ট করে নিচের মত হাতের যা অংশ মুখের উপরে আছে তা সিলেক্ট করেছি।
আরপর বৃদ্ধের লেয়ার সিলেক্ট করে delete প্রেস করলাম।তারপর নিচের মত হল
এখন যুবকের লেয়ার সিলেক্ট করে lasso tool দিয়ে ভুরু সিলেক্ট করুন এবং নতুন লেয়ারে ভুরুটি কপি করুন।লক্ষ্য রাখবেন যেনো,নতুন লেয়ারটি যুবকের লেয়ারের উপরে থাকে।
এখন এই ভুরুর এই কপিটি সিলেক্ট থাকা অবস্থায় image->adjustment->curv কমান্ড দিন।একটি বক্স আসবে।নিচের মত করুন।অবশ্য এমন যে করতেই হবে তা নয়।সামঞ্জস্যপূর্ণ মান সেট করুন।
বৃত্তের ভেতরে ভুরুটি বৃদ্ধের ভুরু হয়েছে।এভাবে অপরটিও করুন।
ভুরু দুটি ডিজাইন করার পরে
এভাবে চুলের কাজটিও করে ফেলুন।আর গলা ও হাতের চামড়ার জন্যও আপনারা একই নিয়েমে কোনো বৃদ্ধের ছবি থেকে সাহায্য নিয়ে একই ভাবে কাজ করুন।বোঝার সুবিধার জন্য আমি আগের পর্বে কালার ম্যাচ নিয়ে আলোচনা করেছিলাম।কেমন লাগলো জানাবেন,সবাইকে ধন্যবাদ।
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ মিঠু ভাই, টিউনটি ভাল লাগলো।