আসসালামুয়ালাইকুম,
আশা করি সবাই ভাল আছেন। আমরা সবাই LITECOIN এর সাথে পরিচিত। Litecoin একটি Virtual CryptoCurrency যা Bitcoin এর মত কাজ করে। গত দুইদিনে Litecoin এর দাম 100$ বাডছে, ২ দিন আগেও 130$ ছিল, কিন্তু এখন 240$ এর মত। অনেক দ্রুত দাম বাডছে। তাই এখন আপনার কাছে যদি কিছু litecoin থাকে তাহলে পরে তা bitcoin এর মত দাম ও হতে পারে। তাই আজকে কিভাবে সহজে litecoin পাবেন তা দেখাব।
প্রথমে এই লিঙ্ক(Click Here) এ যান এবং "Enter Your Litecoin Addrease" এর জায়গাতে আপনার faucethub.io এর litecoin addrease দিন এবং "Get Your Free Litecoin" এ ক্লিক করুন। এরপর একটা AD আসবে তাঁতে "Click Here To Continue" দিন তাহলেই আপনি Litecoin পেয়ে যাবেন। সাথে সাথে আপনার FaucetHub.io এর একাউন্ট এ Litecoin জমা হয়ে যাবে, অনেক সহজ। প্রতি ৫ মিনিট এ ৩০০ সাতশি পাবেন। আর রেফারেল বোনাস ও আছে ৫০%. তাই দেরি না করে কাজে নেমে পডুন। প্রতি দিন খুব সহজে 2-5$ ইনকাম করতে পারবেন। আজ এই পর্যন্ত,
আল্লাহ-হাফেজ
আমি মাহমুদুল হাসান সুজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি বিশ্বাস করি, জ্ঞান শেয়ার করলে বাডে। তাই TechTunes এ সবাইকে কিছু শেয়ার করতে চেষ্টা করবো ইন-শাআল্লাহ।।
কনো সমস্যা থাকলে জানাবেন… আর অনেক ভালো পোস্ট নিয়ে আসবো ইনশা-আল্লাহ।।