আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কে বানিয়ে ফেলুন মিউজিক স্টুড়িও লাইভ গান গাইবেন আপনি আপনি শুনবে সবাই হোম বা ফামিলি পোগ্রাম বা লাইভ

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

শিরোনাম দেখেই বুঝতে পারছেন, টিউনের টপিক কি! আমাদের মধ্য অনেকেই ক্যারাওকে শিল্পি, আপনারা হয়তো প্রথমে বয়েজ রেকর্ড করে পরে ক্যারাওকে মিউজিক সংযোজন করে গায়ক হওয়ার স্বাদ অনুভব করেন। আসলে সেই অনুভবটা অন্যরকম,
কিন্তু আপনি যদি লাইভ মিউজিক এর সাথে শাউট করে মাইকে বা মিউজিক স্টুডিও তে না গাইতে পারেন তাহলে সেই স্বাদে অপূর্ণতা থেকেই যায়, আজকে আমি যে প্রসেস বা টেকনিক নিয়ে আলোচনা করবো, আপনি খুব সহজেই আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে মিউজিক স্টুডিওতে রুপান্তরিত করতে পারবেন।

যা যা লাগবেঃ
১/ একটি ল্যাপটপ বা ডেক্সটপ
২/ ডেক্সটপ মাইক বা মাইকওয়ালা হেডপোন
৩/ আপনার প্রিয় একটি কারাওকে মিউজিক লিরিক্সওয়ালা ভিডিও

মূল প্রসেস কিঃ মূল প্রসেস হচ্ছে আপনার বয়েজকে মিউজিকের সাথে স্পিকারে লাইভ করবে, ইকো ইফেক্ট সহ,

ইকো ইফেক্ট কয়ভাবে দেওয়া যাবেঃ দুই ভাবে, সপ্টোয়ারের মাধ্যমে এবং উইন্ডোজের মেনুয়াল সিস্টেমে,

সমগ্র বিষয়টি সহজ করে বুঝতে ভিডিওটি দেখুন, . মোবাইলে দেখার উপযোগী।

ভিড়িও টিউটরিয়াল দেখতে ক্লিক করুন

1st

প্রথমে, উইন্ডোজের একদম ডান পাশে নিচের কোনায় ভলিউম বাটনে রাইট বাটন ক্লিক করে Recording Device বাটনে ক্লিক করুন।

2nd
Recording ট্যাব দেখবেন আপনার কয়টি মাইক একটিব রয়েছে, সেখান থেকে আপনার পছন্দের মাইকটি অর্থাথ যেটিতে আপনি গান করবেন সেটি ছাড়া আরগুলা ডিজিবল করে দিন। যেমন আমি boya মাইকটি একটিব রেখে বাকিগুলো ডিজেবল করে দিছি।

দ্বিতীয়, এবার মাইকটিতে মাউস রেখে properties এ ক্লিক করুন। properties থেকে listen ট্যাবে ক্লিক করে Listen to this device চ্যাকবক্সে টিক দিয়ে দিন। এপ্লাই দিন। এবার মাইকের সামনে কথা বলে দেখুন সেটি আপনার ল্যাপটপ বা ডেক্সটপের স্পিকারে শুনা যাচ্ছে।

এই হয়ে গেলো মাইক, নিজে নিজে অন্যান্য কনফিগারেশন পরিবর্তন করেও দেখতে পারেন।

ইকো ইফেক্ট কিভাবে দিবেনঃ

ম্যানুয়াল সিস্টেমঃ ম্যানুয়াল সিস্টেমটা অনেকের কাছে একটু কঠিন হলেও পারফর্মেন্স ভাল,
শুরু করা যাক,

নিচে যে সপ্টোয়ার টি শেয়ার করছি সেটি ব্যবহার করবো মূলত লাইভ বয়েজে ইকো ইফেক্ট দেওয়ার জন্য,

সপ্টোওয়ারে কিভাবে করবেনঃ voxal voice changer software ব্যবহার করে, অফিসিয়াল সাইট থেকে ১৪ দিনের ট্রায়াল নামিয়ে নিন,
Download: voxal voice changer লিখে সার্চ দিলেই পাবেন,   এছাড়া, সপ্টোয়ারটির ডাউনলোড লিনক ভিড়িওর ডেস্ক্রিপশনে রয়েছে,

ভালো লাগলে zippyshare থেকে সার্চ করে প্রিমিয়ার ভার্সন নামিয়ে নিয়েন, আমি একটির লিংক দিয়ে দিলাম।
নিচে ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিবেন, এই ভার্সন টি আমি টেস্ট করি নাই, এই নামে সার্চ করে zippyshare ট্যাগ লাগিয়ে সার্চ করে

আপনার যেকোন দরকারী সফটওয়ার ডাউনলোড করে নিতে পারেন, এই সপ্টোয়ারটিতে প্রবেশের পর একটা অপশন দেখবেন jumpin jack, এই অপশনটিতে Echo অপশনে গেলে দেখেবেন, অনেক গুলো ইকো

চ্যাকবক্স, সেখানে শুধু দুইটিতে টিক রেখে বাকিগুলো উঠাই দিবেন। এবার প্রিভিও ক্লিক করে ক্যারাওকে মিউজিক চালু করে গান গাইতে থাকেন. চাইলে রেকর্ড ও করতে পারেন.।

এবার আশাকরি উপরের লাইন পর্যন্ত সন্তুষ্ট হবেন, চাইলে কিভাবে ম্যানুয়ালি উইন্ডোজে ইকো ইফেক্ট দিবেন সেটা বুঝে নিন্‌.
নিচের লিংক থেকে ভার্চুয়াল ড্রাইবারটি ডাউনলোড করে নিন, ইন্সটল করুন, এবার রেকর্ডিং ডিভাইসে দিখবেন আর একটি মাইক এবং plyaback ট্যাবে
4th

আরেকটি কেবল বা ডিবাইস এসে যোগ হয়েছে, আসলে এটি ভার্চুয়াল, এগুলোকে এনাবল করুন, এটাকে ডিপল্ট মাইক হিসাবে সেট করবেন,
এবার আপনার প্রকৃত মাইকটির properties এ ক্লিক করে Listen ট্যাব থেকে playback through this device এ
5th

line 1 নির্বাচন করুন, আর ভার্চুয়াল মাইকে আউটফুট হিসাবে আপনার কম্পিউটারের ডিফল্ট স্পিকারটি সিলেক্ট করা থাকবে।
এবার সাউন্ড করলে ইকো ইফেক্ট পাবেন, স্ক্রিনশট দেখলে বুঝবেন.

Driver Download

টিউন টি যত কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না, হয়তো আমার বুঝানোর ঘাড়তি, আপনারা ট্রাই করলে আরো সহজেই বিষয়টা বুঝতে পারবেন.।

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস