মোশারফ করিমের যমজ ৮ নাটকের মত আপনি ও দুজন হয়ে ভিডিও বানান

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন!

জমজ সিরিজের নাটক সবাই দেখেছেন!কিন্তু সেখানে অবাকের বিষয় হচ্ছে কিভাবে সেখানে দুইজন বা তিনজন হয়?হুম!সেইটা তারা ভিডিও এডিটিং অপ্লিকেশন নিয়ে করে আজ আমি দেখাব কিভাবে আপ্নিও এরকম ভিডিও

বানাবেন।

এবার কাজের কথায় আসি:

এই রকম ভিডিও বানানোর জন্য্য আপনার অবশ্যই একটি অ্যান্ড্রয়েড এপ লাগবে। এপটি নিচ থেকে ডাওনলোড করে নিন।

Download Link

ডাওনলোড করার পর এপটিতে ঢকুন!

এবার নিচের স্টেপ গুলো গুলো ফলো করুন:

প্রথমে এখানে Open camera তে ক্লিক করুন

এবার খেয়াল করুন এখানে অর্ধেক ঝাপসা অর্ধেক পরিষ্কার।

যেইদিকে পরিষ্কার সেই দিকে প্রথমে ভিডিও হবে। আপনি চাইলে সেখানে ক্লিক করে যেকোনো পাশে বাডাইয়া নিতে পারবেন!

এবার ভিডিওর বাটনে ক্লিক করুন

খেয়াল রাখতে হবে আপনি এদিকে যত সেকেন্ড ভিডিও করবেন ওই পাশে তত সেকেন্ড ভিডিও হবে!যেমন: একপাশে ১৫ সেকেন্ড হলে অপর পাশে ১৫ সেকেন্ড হবে।

এবার ইচ্ছামত ভিডিও করে নিন।

এবার যদি আপনার একপাশ শেষ হয় অন্যপাশের জন্য্য পাশের ভিডিওর আপশেনটিতে ক্লিক করুন।

এবার এই পাশের ভিডিওটির জন্য্য angle ঠিক করুন সব ঠিক হলে আপনি এবার আবার ভিডিওর বাটনটি ক্লিক করুন!এখন এবার বিপরিত পাশের ভিডিও শুরু হবে!

সেইটা কিন্তু আগের পাশের ভিডিও যতক্ষন করেছেন ততক্ষন হবে।

উপরের স্ক্রিনশট এ দেখুন নীল মার্ক করা পাশেরটা আগে করেছি আর লাল মার্ক করে পাশেরটা এখন করতেছি।

সব শেষ হওয়ার পর share অপশেন এ ক্লিক করে শেয়ার করতে পারবেন!এছাডা সেই অপশেন এ ক্লিক করলে আটোমেটিক সেভ হয়ে যাবে!

[বি.দ্র:এইটি করতে পারবেন শুধুমাত্র ৩০ সেকেন্ড!এর চেয়ে বেশি করার ইচ্ছে হলে প্রিমিয়াম ভার্সন লাগবে। ]

এখন কথা হল সব তো করলাম কিন্তু জমজ ভিডিও কিভাবে বানাব:

হ্যা সেইটা করার জন্য্য আপনি প্রথম পাশের ভিডিওতে আপনার নিজের ভিডিও করেন!সেইটা শেষ হলে এবার বিপরিত পাশে এসে ভিডিও করেন!দেখবেন ভিডিও শেষ হলে ভিডিওতে জমজ অর্থাৎ দুজন দেখাবে!

সাবধানতা:

ক্যামেরা যাতে নডাচডা না করে সেদিকে খেয়াল রাখবেন!এতে ভিডিও সুন্দর হবে!

অনেক কথা বললাম। এর পরেও কেউ না বুজে থাকলে টিউমেন্ট করুন।

আল্লাহ হাফেজ……….

Level 0

আমি RJ Milon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস