এইবার শীতে আপনি জমে গেলেও আপনার ভয়েস আর জমে যাবে নাহ-প্রফেশনালদের মত অডিও ইডিটিং শিখে নিন মাত্র ১০ মিনিটে এ টু জেড

আসসালামুওলাইকুম কেমন আছেন আমার প্রিয় টেকবাসি সবাই?আমি তেমন ভাল না শীতে আমি তোহ জমে গেছিই সেই সাথে সাথে আমার কম্পিউটারও জমে গেছে :(। অনেকদিন লেখা লেখি করা হই না তাই আজ আবার লিখতে বসলাম আপনাদের জন্য। আপনার ভিডিও কিংবা যে কোনো কিছুর ৮০% ই নির্ভর করে আপনার অডিও কোয়ালিটির উপর, আর আপনি যদি গান গাইতে চান তাহলে তোহ প্রফেশনাল মানের অডিও ইডিটিং জানার কোন বিকল্প নেই। আজকের টিউনে আমি আপনাদের শিখাবো কিভাবে সুন্দর করে খুব কম সময়ে অডিও ইডিটিং করা যায় 🙂 তোহ চলেন দেরি না করে কাজের কথাই আসি 😀

আমরা আজকের টিউনে মূলত তিনটা সফট্যাওয়ারের ব্যবহার শিখবো। প্রথমটা বেসিক ইউজারদের জন্য দ্বিতীয় মিড লেভেলের ইউজারদের জন্য এবং শেষে দেখাবো প্রফেশনালদের জন্য তাই আজকের টিউনটি সবার কাজে দিবে আশা করি ঃ)।
যেভাবে শিখবেন অডিও ইডিটিংঃ
শীতের মধ্যে বেশি কিছু করা লাগবে না যাষ্ট লেপের মধ্যে শুয়ে শুয়ে ভিডিওটি দেখুন তাহলেই হবে 😀

ভিডিও দেখুন এখান থেকে

ভিডিওতে যে যে বিষয় দেখানো হয়েছেঃ
১। প্রথমে খুব সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে অডিও ইডিটিং করা যায়।

২। Audacity -এর ব্যবহার দেখানো হয়েছে।

৩। Camtasia Studio-এর মাধ্যমে কিভাবে অডিও ইডিট করা যায় সেটি দেখানো হয়েছে।

৪। Adobe Premiere Pro-এর মাধ্যমে কিভাবে প্রফেশনালি অডিও ইডিট করা যায় সেটি দেখানো হয়েছে।

৫। সব থেকে সহজ পদ্ধতি দেখানো হয়েছে।
শেষ কথাঃ
আপনাদের জন্য অনেক কষ্ট করে সামান্য কিছু দেওয়ার প্রয়াস করি, আপনাদের অনুপ্রেরনা আমাদের জন্য বড় পাওয়া তাই প্লীজ আমার চ্যানেলটি সাবক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস