online payment platform lets you send and receive money and shop,
Payza তে একাউন্ট করতে চাইলে এখানে ক্লিক করুন
ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে Next Step এ ক্লিক করুন আপনার National ID কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে। মনে রাখবেন কোন ভুল তথ্য দিলে কিন্তু একাউন্ট ভেরিফাই হবে না।
সেকন্ড স্টেপ এ আপনি আপনার Email address, Password, Transaction Pin (যা ডলার সেন্ড করতে দরকার হবে)এবং Security Question সিলেক্ট করে Answer লিখে Final Step এ ক্লিক করতে হবে.
তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স এ গিয়ে আপনার Payza Account Validation করতে হবে.
আপনার কাজ শেষ। আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে। এবার ভেরিফাই করার পালা।
কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:
দুইভাবে Payza তে একাউন্ট ভেরিফাই করা যায়ঃ
Document Validation (Better)
Photo ID Validation (Not Good)
Document Validation পদ্ধতি ব্যবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :
আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি(পরিষ্কার হতে হবে)।
Passport সাইজের এক কপি পরিষ্কার ছবি।
(অবশ্যই JPEG ফরমেট)
যেভাবে Document Validation এর মাধ্যমে ভেরিফাই করবেন আপনার Payza একাউন্ট :
আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে বাম দিকে Verification Your Accountএ ক্লিক করুন।
এখান থেকে Document Validation অপশনটিতে ক্লিক করুন।
Photo ID অপশন থেকে NID/Passport একটি অপশন বেছে নিন এবং Upload a File এ ক্লিক করে ছবিতে দেখানো উপায়ে Upload করুন। Document অবশ্যই Jpeg Format এ দিতে হবে।
সবকিছু ঠিক থাকলে Next চাপুন। আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন।
সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন।
বিশেষ দ্রষ্টব্য: Verify হতে ৭-১৪ দিন লাগতে পারে (তবে এর মধ্যে আপনি আনা-নেওয়া করতে পারবেন)। একবার না হলে পূনরায় আবার পরিষ্কার স্ক্যান কপি পাঠান।
একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :
আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে।
আপনার NID/Passport দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার Payz একাউন্টের নাম বা ঠিকানা মিল না থাকলে।
আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন(Low Pixel) হলে।
আপনার কিছু জানার থাকলে আমার Facebook pagea Tex করুন ঃ Facebook
আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ|
আরো তথ্য জানার জন্য Subscribe করুন আমাদের YouTube Channel Tech Bangla Help
আজকের টিউন এখনেই শেস করছি আল্লাহাফেজ
আমি আল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আল আমিন। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TECH BANGLA Q ব্লগ এবং TECH BANGLA Q ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!