সিনেমার সাবটাইটেল ঠিক করতে শিখুন। আরামে সিনেমা দেখুন।

বিদেশী মুভি দেখতে সাবটাইটেল ব্যবহার করেন না, খুব কম পাওয়া যাবে। ভালো ইংরেজী বোঝেন যারা, তারাও নিখুঁতভাবে কাহিনী উপভোগের জন্য সাবটাইটেল নামিয়ে নেন। সাবটাইটেল ডাউনলোডের ক্ষেত্রে

http://www.opensubtitles.org

http://www.allsubs.org

সাইটগুলো বেশ কাজের। তবে সমস্যা হচ্ছে ডাউনলোড করার পর দেখা যায়, লেখার সাথে কথা মেলে না। লেখা কথার আগে আসে নইলে পরে আসে। ছোট্ট একটি টুল ব্যবহার করে এই সমস্যা সমাধান করে ফেলতে পারেন। Subtitle Workshop 4 নামের এই টুলটি দিয়ে সাবটাইটেল এডিট ও সব সমস্যার সমাধান করতে পরবেন।

টিউটোরিয়াল

1. প্রথমে মিডিয়া ফায়ার থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন। (1.4 MB)

2. সফটওয়্যারটি চালু করে File এ ক্লিক করে Load Subtitle থেকে যেই সাবটাইটেল ঠিক করবেন সেটি ওপেন করুন। ড্রাগ করেও করতে পারেন।

3. Edit > Timing > Adjust > Adjust Subtitles এ ক্লিক করুন।

4. First spoken LineLast Spoken line নামের দুটি ঘর রয়েছে। যেকোনো মিডিয়া প্লেয়ার দিয়ে মুভিটি চালু করুন। মুভিতে প্রথম ডায়ালগ কত মিনিট কত সেকেন্ডে শুরু হয়েছে নোট করে নিন। শেষ ডায়ালগ কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে হয়েছে সেটিও নোট করুন। এবার প্রথম ডায়ালগের সময়টা First spoken Line, ও শেষ ডায়ালগের সময়টা Last Spoken line ঘরে লিখে Adjust এ ক্লিক করুন।

5. ব্যাস কাজ শেষ! অটোমেটিক ঠিক হয়ে যাবে সাবটাইটেল টি। এবার সাবটাইটেল টি Save করুন।

6. সাবটাইটেলের ফরম্যাট সাধারণত .srt, .sub ধরণের হয়। মুভির ভিডিও এবং সাবটাইটেল টি একই ফোল্ডারে একই নামে রাখতে হয়। যেমনঃ মুভির নাম Titanic.mp4 হলে সাবটাইটেলটির নাম Titanic.srt বা Titanic.sub রাখুন। এবার VLC বা Media Player Classic দিয়ে মুভিটি অন করুন। সাবটাইটেল অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আরামে মুভি দেখুন।

------------------------------------------------------

ভালো থাকুন সুস্থ থাকুন।

-- নেট মাস্টার
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, আগে এ জাতীয় বিরম্বনায় একবার পড়েছিলাম, সাবটাইটেলের সাথে ডায়ালগ মিলছিল না, আশা করি নেক্সট থেকে আর এরকম হবে না।

অনেক ধন্যবাদ এত সুন্দর সফটটি শেয়ার করার জন্য আর এত সুন্দর করে ব্যবহার বুঝিয়ে দেয়ার জন্য। 🙂

অনেক ধন্যবাদ।

boss, thank you!
ami English Medium er student, tobu amar Subtitle sara movie vallagena!
boro upokar korlen!

Level 0

আমি ভাই ফাকিঁবাজি পছন্দ করি না…..;) এক কথায় দুর্দান্ত টিউন। এতদিন কোথায় ছিলেন ভাই?

    হা হা.. অসংখ্য ধন্যবাদ সায়েম 🙂
    আমি তো টিটির রেগুলার স্টুডেন্ট!

বস, কথার সাথে ভিডিও মেলে না। কি করব? আগে কথা বলে চলে যায়, তারপর সাউন্ড বের হয়… 🙁

    K-Lite Codec এর Media Player classic ইউজ করে আপনার সমস্যার সমাধান করা যাবে। এই প্লেয়ার দিয়ে ভিডিওটি অন করে কিবোর্ডের প্লাস + এবং মাইনাচ – বাটন চেপে Audio Delay (ms) এডজাস্ট করতে পারেবন।

    আপনি KM player এ চালিয়ে 2nd/3rd bracket চেপে subtitle Resynchronise করে নিন।খেয়াল করুন কতটুকু সময় Resync করলেন এবং তা + না – এবার subtitle workshop এ subtitle open করুন। Ctrl+D চেপে + বা – (যেমনটি KM Player এ পেয়েছিলেন) select করে সময় যোগ বা বিয়োগ করুন এবং save করুন। এভাবে একবার ঠিক করতে পারলে বারবার resyn…করতে হবে না।
    ধন্যবাদ

    hasanmahmud09, ভাই আপনি কি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন? আমি কিছু বুঝি নাই।

    নেট মাস্টার, ধন্যবাদ ভাই। Try করে দেখবো।

    hasanmahmud09 সম্ভবত সাবটাইটেলগত সমস্যার সমাধান দিয়েছেন। আপনার Audio গত সমস্যাটি Media player Classic দিয়ে 100% নিশ্চয়তা সহ সমাধান করতে পারবেন। কয়েকদিন আগে SAW-7 মুভিটির হল প্রিন্ট দেখার সময় আমিও একই সমস্যায় পড়েছিলাম। ভিডিও আগে আসছিল, অডিও পরে। Media player Classic দিয়ে অ্যাডজাস্ট করে দেখেছি।

    km player use করলে

    যদি লেখা পরে আসে তাহলে 3rd braket [ এর মত বাটনটি চাপতে থাকুন
    আর লেখা যদি আগে আসে তাহলে ] বাটন চাপতে থাকুন

    অবশ্যই কাজ হবে

    মান লিখে রাখুন

তবে ভাই একটা সমস্যা আছে মনে হয়………unicode লেখা সাপোর্ট করেনা

    হ্যা এটি ইউনিকোড সাপোর্ট করেনা। Subtitle Creator সফটওয়্যারটি ইউনিকোড সাপোর্ট করে।

nice tune.boss u r great

এত দিনে আসল সমাধান পেলাম। 😀 😀 😀
আপনার প্রতিটা টিউন কাজের।
অসীম ধন্যবাদ ভাই। 🙂

    আপনাকেও অসীম ধন্যবাদ যোবায়ের। তবে টিউনার হিসাবে আপনি আমার চেয়েও অনেক ভালো এবং কাজের জিনিস লেখেন 🙂

Level 2

খুব ভাল টিউন ৷এমনটাই খুজছিলাম ৷
please visit http://www.outsourcingbd.com

km player use করলে

যদি লেখা পরে আসে তাহলে 3rd braket [ এর মত বাটনটি চাপতে থাকুন
আর লেখা যদি আগে আসে তাহলে ] বাটন চাপতে থাকুন

অবশ্যই কাজ হবে

মান লিখে রাখুন

REPLY

অনেক সোজা হয়ে গেল এখন।ধন্যবাদ।

প্রতিটা লাইনের করতে হবে? !!!

বাহ! বাহ! খুব ভাল জিনিস জানতে পারলাম।

সকল ধরনের মুভির বাংলা সাবটাইটেল এর জন্য ভিজিট করুনঃ https://www.banglasubtitle.xyz