বিদেশী মুভি দেখতে সাবটাইটেল ব্যবহার করেন না, খুব কম পাওয়া যাবে। ভালো ইংরেজী বোঝেন যারা, তারাও নিখুঁতভাবে কাহিনী উপভোগের জন্য সাবটাইটেল নামিয়ে নেন। সাবটাইটেল ডাউনলোডের ক্ষেত্রে
সাইটগুলো বেশ কাজের। তবে সমস্যা হচ্ছে ডাউনলোড করার পর দেখা যায়, লেখার সাথে কথা মেলে না। লেখা কথার আগে আসে নইলে পরে আসে। ছোট্ট একটি টুল ব্যবহার করে এই সমস্যা সমাধান করে ফেলতে পারেন। Subtitle Workshop 4 নামের এই টুলটি দিয়ে সাবটাইটেল এডিট ও সব সমস্যার সমাধান করতে পরবেন।
1. প্রথমে মিডিয়া ফায়ার থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন। (1.4 MB)
2. সফটওয়্যারটি চালু করে File এ ক্লিক করে Load Subtitle থেকে যেই সাবটাইটেল ঠিক করবেন সেটি ওপেন করুন। ড্রাগ করেও করতে পারেন।
3. Edit > Timing > Adjust > Adjust Subtitles এ ক্লিক করুন।
4. First spoken Line ও Last Spoken line নামের দুটি ঘর রয়েছে। যেকোনো মিডিয়া প্লেয়ার দিয়ে মুভিটি চালু করুন। মুভিতে প্রথম ডায়ালগ কত মিনিট কত সেকেন্ডে শুরু হয়েছে নোট করে নিন। শেষ ডায়ালগ কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ডে হয়েছে সেটিও নোট করুন। এবার প্রথম ডায়ালগের সময়টা First spoken Line, ও শেষ ডায়ালগের সময়টা Last Spoken line ঘরে লিখে Adjust এ ক্লিক করুন।
5. ব্যাস কাজ শেষ! অটোমেটিক ঠিক হয়ে যাবে সাবটাইটেল টি। এবার সাবটাইটেল টি Save করুন।
6. সাবটাইটেলের ফরম্যাট সাধারণত .srt, .sub ধরণের হয়। মুভির ভিডিও এবং সাবটাইটেল টি একই ফোল্ডারে একই নামে রাখতে হয়। যেমনঃ মুভির নাম Titanic.mp4 হলে সাবটাইটেলটির নাম Titanic.srt বা Titanic.sub রাখুন। এবার VLC বা Media Player Classic দিয়ে মুভিটি অন করুন। সাবটাইটেল অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আরামে মুভি দেখুন।
------------------------------------------------------
ভালো থাকুন সুস্থ থাকুন।
-- নেট মাস্টার
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, আগে এ জাতীয় বিরম্বনায় একবার পড়েছিলাম, সাবটাইটেলের সাথে ডায়ালগ মিলছিল না, আশা করি নেক্সট থেকে আর এরকম হবে না।