আশাকরি আপনারা সবাই ভাল আছেন।
কোন একটি সমস্যার কারনে আমার প্রথম টিউন টি তে Image গুলো লোড হচ্ছে না।
প্রথম পোস্টটি ছিল কিকরে একটি Folder Locker তৈরি করতে হয়। যাই হোক আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি সফল হই নাই।
যাই হক আজ আমি দেখাব কি করে একটি bat ফাইল কে exe ফাইল এ কনভার্ট করা যায়।
Bat file কে exe file-এ কনভার্ট করার অনেক গুলো উপায় আছে তবে আমি সবচেয়ে সহজ উপায় টা বলব।
তার আগে জেনে নেই কেন bat ফাইল কে exe ফাইল এ কনভার্ট করা প্রয়োজন প্রধান কারন হল সিকিউরিটি কারন bat ফাইল যে কেউ edit করতে পারবে। কিন্তু exe ফাইল এডিট তো করাই যায় না আবার করতে গেলেও কারো পক্ষেই বোঝা সম্ভ্যব নয় সেখানে কি লিখা আছে।
চলুন তাহলে।
যা যা লাগবেঃ
১। আপনার তৈরি bat file অথবা আপনি চাইলে এখান থেকে নামিয়ে নিতে পারেন।
২। একটি সফটওয়্যার। এখান থেকে ডাউনলোড করে নেবেন।
সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি যেকোনো জায়গায় সফটওয়্যারটি আন জিপ করে নেবেন। আন জিপ করার পর পর্টেবল ভার্সন থেকে আপনার কম্পিউটারের সিস্টেম টাইপ অনুযায়ী যেকোনো একটি ফাইল ওপেন করুন।
এখন আপনার কম্পিউটার যদি ৩২ বিট হয় তাহলে ৩২বিট এ সফটওয়্যারটি ওপেন করবেন এবং আর যদি আপনার কম্পিউটার ৬৪বিট হয় তাহলে ৬৪বিটের সফটওয়্যারটি ওপেন করবেন।
এরপর সফটওয়্যারটি ওপেন হলে আপনি উপরে মেনু বারে লিখা আছে দেখবেন Open সেখান থেকে ওপেন এ ক্লিক করে আপনার bat ফাইল টি সিলেক্ট করে Open বাটনটিতে ক্লিক করুন দেখবেন সফটওয়্যারটিতে আপনার লিখা প্রোগ্রাম গুলো চলে এসেছে।
এখন আপনার কাছে যদি.ico ফরমেটে কোনো আইকন থাকে তাহলে আপনি ডান পাশে Icon বক্সে টিক দিয়ে আপনার আইকন ফাইল টি দেখিয়ে দিন। তারপর নিচে চাইলে আপনই পাসওয়ার্ড দিতে পারেন না দিলেও হবে।
নিচে Exe-Format-এ অবশ্যই আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী 32 Bit | Console (Visible) অথবা 64 Bit | Console (Visible) এই দুইটির যেকোনো একটি দিবেন অন্য গুলো দেবেন না। অন্য গুলো দিলে আপনার কনসল দেখতে পারবেন না।
তারপর নিচে Packer-এ অবশ্যই টিক দেবেন।
তারপর নিচে আর কিছু করা দরকার নেই একেবারে নিচে Display names- এ yes করে দিন।
সবশেষে উপরে Convert বাটনে ক্লিক করে আপনার পছন্দ মত নাম দিয়ে Save বাটনে ক্লিক করুন।
কিছু খন অপেক্ষা করুন আপনার exe file তৈরি। ধন্যবাদ।
চাইলে নিচের ভিডিওটি ও দেখতে পারেন। Video
সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেঃ https://goo.gl/tnHMjc
ফলো করতে পারেন টুইটারেঃ@ittalksofficial
আমাকে ম্যাসেজ করতে পারেনঃ mailto:[email protected]
আমি রেদোয়ান মাসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হট ইস হট