ফায়ার বল তৈরি করে সবাইকে ভেলকি দেখান অ্যাডোবি আফটার ইফেক্টস বাংলা টিউটোরিয়াল ২০১৭

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই এত্তগুলা ভালো আছেন। আমি খুব এক্সাইটেড কারণ টেকটিউনস এ এটা আমার প্রথম লেখা। আমি জানি এখানে অনেক ভুল-ভ্রান্তি থাকবে। তবে আমি চেষ্টা করবো যতটা নির্ভুলভাবে কাজ করতে পারি। আশা করি, আপনারা টিউমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন 🙂

এডোবি আফটার ইফেক্টস নিয়ে বাংলাতে তেমন কোন প্রশিক্ষণ ভিডিও নেই। যেগুলো রয়েছে খুব দুর্বোধ্য লাগে বুঝতে। আর ভিডিও গুলি অনেক তাড়াতাড়ি করে তৈরি করা। আমি চেষ্টা করেছি অনেক ধীরে শেখাতে। এবার মূল প্রসঙ্গে যাচ্ছি -

ছোটবেলায় আলিফ লায়লা দেখে আমরা ভাবতাম, ইশ আমার যদি জাদুকর জিবরান, দজ্জাল, কিংবা সোফান ইজবা এদের মত জাদু শক্তি থাকত তাহলে সব দুষ্ট লোক ঘায়েল করে ফেলতাম কিংবা আকাশে উড়ে ''কোয়েহকাফ'' এ চলে যেতাম যেখানে জীন-পরীরা থাকে। বাস্তবে এগুলো সম্ভব না হলেও বিভিন্ন ইফেক্ট দিয়ে কিন্তু এগুলো করা যায়। আফটার ইফেক্ট হচ্ছে এরকমই একটা ম্যাজিক সফটওয়্যার। আপনি যদি পরিপূর্ণভাবে এটা শিখে নিতে পারেন তাহলে সবকিছু আপনি বানাতে পারবেন এবং অর্থনৈতিক বাজারেও আপনার বেশ ডিমান্ড থাকবে বিশেষ করে টিভি মিডিয়াতে।

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা ''ফায়ার বল'' কিংবা আগুনের গোলা সহজেই বানিয়ে নিতে পারেন আপনার নিজের কিংবা আপনার শর্টফিল্মের জন্য। এখানে তো  এত বিস্তারিত লিখে বুঝাতে পারবো না। যতটা আপনি দেখে শিখে ফেলতে পারবেন। বেশি না মাত্র ২০ মিনিট বরাদ্দ করুন শেখার জন্য।

এর জন্য আমি ব্যবহার করেছি  Adobe After Effects CC 2015। আপনি চাইলে যেকোনো ভার্সন ব্যবহার করতে পারেন কিংবা এটাই ডাউনলোড করে নিতে পারেন।

সফটওয়্যার ডাউনলোড করবেন অ্যাডোবি এর নিজস্ব সাইট থেকে। শুধু একটা অ্যাকাউন্ট করে নিবেন তাহলেই অ্যাডোবি এর সব সফটওয়্যার কোন ম্যালওয়্যার ভাইরাস ছাড়াই সহজে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড লিংক - http://www.adobe.com/products/aftereffects/free-trial-download.html

আর এই ফায়ার বল কিংবা আগুনের গোলা হাত থেকে কিভাবে বের করবেন? সেটা শিখে ফেলার জন্য এই লিংকে চলে যান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও মজার মজার ভিডিও পেতে 🙂

ভিডিও লিংক - http://goo.gl/PcLbhQ

আমি আশা করি, এই ভিডিওটা দেখে সবাই প্র্যাকটিস করবেন এবং অবশ্যই আপনার মতামত জানাবেন আমাকে। পরবর্তী কোন টিউনে আবার আসবো। ততদিন সবাই ভালো থাকুন এবং টেকটিউনস এর সাথে এবং প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ।

Level 1

আমি মোঃ মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস