আজকে আবার একটা নতুন টিউন নিয়ে হাজির হলাম। কিভাবে Youtube এ Url Set করতে হয়।
মানে Youtube.com/Custom Url এইরকম যেকোন কিছু বা নাম দিতে পারবেন।
আমরা অনেক বড় বড় চ্যানেল এ দেখি(Youtube.Com/ চ্যানেল এর নাম) ঠিক ঐরকম আজকে তৈরি করতে পারবেন।
কয়েকটি শর্ত পূরণ করতে পারলে custom URL তৈরী করতে পারবেন। মনে রাখবেন, সবগুলো শর্তই পূরণ করতে হবে!
General eligibility requirements
To create a custom URL for your channel, your account needs to:
উপরের শর্তমতে আপনার চ্যানেলের,
১. কমপক্ষে ১০০ সাবস্ক্রাইব হতে হবে
২. আপনার চ্যানেলের বয়স কমপক্ষে ১মাস হতে হবে
৩. চ্যানেল আইকন থাকতে হবে
৪. চ্যানেল আর্ট থাকতে হবে।
কিভাবে করতে হবে না পারলে নিচের ভিডিও দেখে দেখে করতে পারেন।
নতুন নতুন সব টিউন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হবে আগামি কোন ভিডিও টিটোরিয়ালে ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।
আমি TechHunt24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।