আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ড এ ডেটা পার্টিশন করে রাখবেন।
ব্যবহারকারী সুবিধামতো গুরুত্বপূর্ণ ডেটা বা সফটওয়্যারকে এক ড্রাইভে আবার সিনেমা কিংবা ভিডিও ফাইলকে আরেক ড্রাইভে রাখতে পারেন। মূলত সাজানো গোছানো থাকলে ডেটা সহজে খুঁজে পাওয়া যায়। ডেটা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ইউএসবি (USB) পেনড্রাইভে যদি পার্টিশন করা যায় কেমন হয় তাহলে? কাজের সুবিধার জন্য অনেকেই ১৬ বা ৩২ জিবি কিংবা তারও বেশি ধারণ ক্ষমতার পেনড্রাইভ ব্যবহার করেন। তাদের কাজকে আরও বেশি সুবিধাজনক করতে আলাদা পার্টিশন করে তাতে ডেটা রেখে ব্যবহার করলে কাজ আরও সাজানে গোছানো হবে।
প্রথমে পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর Properties এ যান। এখানে ফাইল সিস্টেম যদি NTFS না দেখিয়ে FAT32 দেখায় তাহলে সেটিকে ফরম্যাট করে NTFS করে দিতে হবে। এবার Disk Management এ গিয়ে ইউএসবি ড্রাইভের উপর মাউসের ডান ক্লিক করে Shrink Volume এ ক্লিক করুন। এবার নতুন পার্টিশনের জন্য যত জায়গা চান তা মেগাবাইটে লিখুন এবং Shrink বোতামে ক্লিক করুন। এই অপশন আপনার ইউএসবি ড্রাইভে unallocated অংশ তৈরী করবে। unallocated অংশে ক্লিক করে New Simple Volume এ ক্লিক করুন। এরপর next, next ড্রাইভ লেটার সিলেক্ট এবং next এরপর finish এ ক্লিক করলে দেখবেন নতুন ড্রাইভ তৈরী হয়েছে। যাদি আপনি ড্রাইভ দুটিকে আবার একসাথে করতে চান, তবে ড্রাইভে মাউসের ডান ক্লিক করে Delete Volume এ ক্লিক করুন।
এরপরেও যদি না পারেন তবে নিচের ভিডিওটি ভালো করে দেখুন।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এই টিউনটি প্রথমে এই ব্লগে প্রকাশিত হয়েছে।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য।
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
আল্লাহ হাফেজ।
আমি রিয়াদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 9 টিউনারকে ফলো করি।