কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট ইন্সটল করবেন || How to Install Fonts in Windows 10 / 07 / 8.1

টিউন বিভাগ উইন্ডোস
প্রকাশিত
জোসস করেছেন

কম্পিউটারে লেখার অক্ষরকে সুন্দরভাবে দেখার জন্য রয়েছে নানা ফন্ট। আগে বাংলা লেখার জন্য তেমন ফন্ট না থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। তৈরি হচ্ছে নিত্য নতুন ফন্ট
না জানার ফলে কম্পিউটারের নতুন ফন্ট ইন্সটল করতে বিপাকে পড়তে হয় অনেককেই। তবে কৌশল জানা থাকলে কয়েকটি ক্লিকেই যে কোন ফন্ট কম্পিউটারে ইন্সটল করে নেয়া যায়। কিভাবে ফন্ট ইন্সটল করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো। প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফন্ট ডাউনলোড করতে হবে।
এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফন্ট ডাউনলোড করতে হবে। স্টার্ট মেনু থেকে প্রথমে ‘run’ এ যেতে হবে। এরপর যেখান থেকে ‘fonts’ লিখে এন্টার দিতে হবে। তাতে ফন্টের একটি ফোল্ডার ওপেন হবে।
তারপর যে ফন্টটি ইন্সটল করতে হবে তা কপি করে পেস্ট করে দিতে হবে। এতেই ফন্টটি ইন্সটল হয়ে যাবে। আর তা ইনস্টল হলেই মাইক্রোসফট অফিস, ফটোশপসহ প্রয়োজনীয় সফটওয়্যারে সহজেব্যবহার করা যাবে।

See More

See -- http://bit.ly/2AYATsI

Level 0

আমি মিলটন দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস