আমরা তো জানি,আলো এক
সেকেন্ডে ৩,০০,০০০ কি.মি. হিসেবে,
এক বছরে যেতে পারে ১০ ট্রিলিয়ন
কি.মি. বা ৬ ট্রিলিয়ন মাইল।
একে এক আলোকবর্ষ বলা হয়।
সুতরাং আলোকবর্ষ সময়ের
একক নয়, দুরত্বের একক। চাঁদের
আলো পৃ্থিবীতে পৌঁছাতে
সময় লাগে ১ সেকেন্ডে। এর
অর্থ আমরা পৃ্থিবীতে অবস্থান
করে এক সেকেন্ড পূর্বের চাঁদকে দেখতে
পাই। আবার সূর্য্যের আলো
পৃ্থিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ৪ সেকেন্ড। তার মানে এক্ষেত্রে
আমরা ৮ মিনিট ৪ সেকেন্ড পূর্বের সূর্য্যেকে দেখতে পাই। সিরিয়াস
নামের সবচাইতে উজ্জ্বল যে নক্ষত্রটি
আমরা দেখি রাতের আকাশে, তার
দূরত্ব পৃ্থিবী থেকে ৮ আলোকবর্ষ।
সুতরাং রাত ১০ টায় পৃথিবীতে
আবস্থান করে, ৮ আলোকবর্ষ পূর্বের
নক্ষত্রকে দেখতে পাই মাত্র।
ওরিয়ননেবুলার দূরত্ব পৃ্থিবী
থেকে ১৫০০ আলোকবর্ষ।
পৃ্থিবীতে রোমান সাম্রাজ্য পতনের
সময় ওরিয়ননেবুলা যে আলো
বিকিরণ করেছিল, তা- ই একবিংশ
শতাব্দী তথা তৃ্তীয় সহস্রাব্দের
প্রারম্ভে আমরা প্রত্যক্ষ করেছি। এন্ড্রোমিডা গ্যালাক্সির দূরত্ব পৃ্থিবী
থেকে ২.৫ মিলিয়ন আলোকবর্ষ।
অর্থাৎ আদি মানবেরা যে সময়ে
সামনের দু’টো পা-কে হাতে পরিণত করে, চারপায়ে হাঁটার পরিবর্তে
পেছনের দু’পায়ে হাঁটতে শুরু
করেছিল, সেই সময়ে এন্ড্রোমিডা যে
আলো বিকিরণ করেছিল, তা-ই
হোমো সেপিয়েন্সের উত্তরপুরুষ
হিসেবে আমরা আজকে প্রত্যক্ষ
করছি। ১০ মিলিয়ন আলোকবর্ষ
দূরের কোন গ্যালাক্সি প্রত্যক্ষ করে মানে ১০ মিলিয়ন বছর পূর্বের
গ্যালাক্সিকে প্রত্যক্ষ করা। ১০ মিলিয়ন
আলোকবর্ষ দূরের গ্যালাক্সিটি ঠিক
এই মুহূর্তে যে আলো বিকিরণ করছে,
তা দেখবে এখন থেকে ১০ মিলিয়ন
বছর পরে আবির্ভূত আমদের বুদ্ধিমান উত্তরপুরুষরা। কিন্তু ততোদিনে
পৃথিবী নামক গ্রহটিতে প্রাণের
আস্তিত্ত্ব বিশেষত মানবজাতি থাকবে কিনা তা-ই সন্দেহ। এদিকে ১ বিলিয়ন
আলোকবর্ষ দূরের কোন গ্যালাক্সিগুচ্ছ
পর্যবেক্ষণ করার অর্থ সেই গ্যালাক্সিগুচ্ছ
১ বিলিয়ন বছর পূর্বে যে আলো বিকিরণ করেছিল, তা পর্যবেক্ষণ করা।
সুতরাং মহাবিশ্বের কী পরিমাণ আমরা পর্যবেক্ষণ করতে আমরা
সক্ষম হবো, তা আলোর গতি দ্বারা সীমাবদ্ধ। অথবা বলা যেতে পারে তা আলোর গতির সাথে সম্পর্কিত।
মহাবিশ্বের বয়স যদি ২০ বিলিয়ন হয়,
তবে ২০ বিলিয়নের অধিক আলোকবর্ষ দূরের গ্যালাক্সি কিংবা গ্যালাক্সিগুচ্ছ
অথবা গ্যালাক্সিগুচ্ছ সমূহের গুচ্ছ
থেকে আলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছানোর মতো সময় এখনো হয়ে
ওঠেনি। এক্ষেত্রে বলা যায়, পৃথিবী থেকে আমাদের দৃশ্যমান মহাবিশ্বের সব
ডিরেকশনে প্রসারণ ঘটছে
২০ বিলিয়ন আলোকবর্ষ। এখানে
একটি তাত্ত্বিক প্রসঙ্গ এসে যায়। আর
তা হলো, আমদের দৃশ্যমান মহাশূন্যের সাথে পুরো মহাবিশ্বের
সংযোজন ঘটেনি। অর্থাৎ, মহাবিশ্বের বিশাল অংশ আমদের দৃশ্যমান
জগতের বাইরে অবস্থিত।
মহাবিশ্বের পরিসর কি বিশাল।
দয়া করে পরেী পর্বগুলোর জন্য কিছু অপেক্ষা করুন। আর পরের পর্বগুলো পরতে চাইলো ফলো করুন আমায়।
Thanks for read my post.
FB id(writers):https://m.facebook.com/anikkumar.raj.5?
আমি অনিক কুমার রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাজারো কৌতুহলকে সাথে নিয়ে কাজ করি।