এডসেন্স এপ্রুভ করিয়ে নেয়াটা এখন আর কঠিন কিছু না। যেকোন ওয়েবসাইট থাকলেই এডসেন্স পেতে পারেন। এমনকি গুগোলের ব্লগস্পটে একটি বাংলা ওয়েবসাইট থাকলেও সেটা সম্ভব। এই আর্টিকেলে সেটাই আমরা আলোচনা করব যে, ব্লগস্পট সাইটে কিভাবে এডসেন্স এপ্রুভাল পাওয়া যায়।
আপনারা জানেন যে, ওয়েবসাইটের বয়স ৬ মাসের কম হলে এডসেন্স পাওয়া যায় না। তাই অন্তত ৬ মাস এডসেন্স ছাড়াই ভাল কনটেন্ট লিখে ভিজিটর বাড়িয়ে নিন। আর, একটি কাস্টম ডোমেইন থাকলে এডসেন্স পাওয়াটা অনেক সহজ হবে। ব্লগারদের জন্য এডসেন্স আয়ের একটা ভালো মাধ্যম এতে কোন সন্দেহ নেই। তবে কম সংখ্যক আর্টিকেল থাকলে এপ্লাই করবেন না। অন্তত ২০ টি ভালো আর্টিকেল থাকলে এডসেন্স এর জন্য আবেদন করতে পারেন।
এই বিষয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ন বিষয়গুলো পয়েন্ট আকারে তুলে ধরছি-
শেষ কথা: যত যাই বলি না কেন, সব কথার শেষ কথা কনটেন্ট এর মাণ। লেখার মাণ ভালো হলে, যথেষ্ট পরিমাণ কন্টেন্ট সাইটে থাকলে এডসেন্স এপ্রুভাল পাবেনই। আর, একটা সাইটের জন্য এডসেন্স পেলে সেই কোড যেকোন ওয়েবসাইটে দেখানো যাবে। আপনার আরো দশটা সাধারণ ওয়েবসাইট থাকলে সেগুলোতেও বৈধভাবে এড দেখাতে পারবেন।
লেখাটি এর আগে TutorialsBangla তে "ব্লগস্পট সাইটে এপ্রুভ গুগোল এডসেন্স পাওয়ার টিপস" শিরোনামে এডসেন্স টিউটোরিয়াল সিরিজে প্রকাশিত
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com