গুগোল নতুন(এখন আর নতুন নেই) নিয়ম করেছে ১০,০০০ কম ভিউ যেসব চ্যানেলে আছে তারা ভিডিও Monetize করতে পারবে না অর্থাৎ, ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন না। এই ব্যাপারটা নিয়ে Confusion এর যথেষ্ট সুযোগ আছে। আমার চ্যানেলে আগে ৬০,০০০ ভিউ ছিল, ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। এখন নতুন ভিডিওতে এড দেখাতে পারব তো? উত্তরটা হচ্ছে পারবেন না। যেসব ভিডিও চ্যানেলে Public(Private বা, Unlisted থাকলে হবে না) করা আছে শুধুমাত্র সেইসব ভিডিওগুলোতে মোট ভিউ ১০,০০০ এর চেয়ে বেশী হলে চ্যানেলে Monetize করতে পারবেন।
শর্তটা মোটেও কঠিন না, প্রতিদিন ৫ থেকে ১০০০০ ভিউ না থাকলে চ্যানেল থেকে আয়ের আশা করা ঠিক না। পাচ-দশ হাজার ভিউ থাকলে বাংলাদেশী চ্যানেলে প্রতিদিন ১ ডলারের মত আয় হতে পারে। এই শর্ত পূরণের আগে যদি সুযোগ দেয়া হত তাহলে আপনি Copyrighted ভিডিও আপলোড করতেন এবং ভূল টাইটেল দিয়ে পার পেয়ে যেতেন। এখন আর সেটা সম্ভব না, ১০০০০ ভিউ হওয়ার আগেই এইসব অসৎ ব্যক্তিদের সনাক্ত করে গুগোল ইউটিউবের প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দিচ্ছে। যাদের কাছ থেকে এড নিয়ে গুগোল দেখায়, তাদের কাছ থেকে বড় ধরণের ধাক্কা খাওয়ার পর গুগোল এই সিদ্ধান্ত নিয়েছে।
যদি শর্ত পূরণ না করে থাকেন তাহলে ইউনিক কন্টেন্ট আপলোড করুন আর দর্শকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করুন। ভাল ভিডিও দর্শক সবসময় গ্রহণ করে। যারা শর্ত পূরণ করে ফেলেছেন তারা- Monetization পেজে গিয়ে আপনার চ্যানেলটিকেও Monetize করুন। তাহলে এড দেখানো শুরু হবে। এখান থেকে Adsense একাউন্ট Associate করতে পারবেন। যদি আগে এডসেন্স একাউন্ট না থাকে তাতেও সমস্যা নেই, খুব সহজে একাউন্ট খুলে ফেলতে পারবেন(ইউটিউব একাউন্টের Gmail একাউন্ট দিয়েই খুলবেন বা, Associate করবেন)।
উপরের ছবিতে দেখুন, Youtube Partner program, Adsense Association এবং Monetization Preferences সবকিছু ঠিকঠাকমত পূরণ করলে এবং ১০০০০ এর চেয়ে বেশী ভিউ থাকলে চ্যানেল অটোমেটিক্যালি Review করা হবে এবং এড দেখানো শুরু হবে।
কোন ভিডিওতে কি ধরণের এড দেখাবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন। এজন্য, ডানপাশে উপরে চ্যানেলের আইকনের উপর ক্লিক করুন- পাশের ছবির মত দেখতে পাবেন। এখান থেকে Creator Studio সিলেক্ট করুন। তারপর বামপাশে অনেকগুলো মেনু দেখতে পাবেন। সেখান থেকে Video Manager সিলেক্ট করে যেকোন ভিডিওতে Edit এ ক্লিক করে Monetization অপশনে কি ধরণের এড দেখাতে চান সেটা নির্ধারণ করে দিন। আর, যেখানে Video Manager অপশনটি পেয়েছিলে ঐ পেজে Channel নামে একটা অপশন আছে। সেখানে Upload Defaults থেকে ভিডিও আপলোড করার আগেই এর Monetization, Tag এবং অন্যান্য কিছু জিনিস ঠিক করে রাখতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেগুলো এমনিতেই প্রযোজ্য হবে।
শেষ কথাঃ আমি বলছি না, আমার কথাগুলো বা, অন্য কারো কথা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি Youtube এর প্রডাক্ট ব্যবহার করছেন, তাই আপনার উচিত হবে Youtube এর কাছ থেকে বিস্তারিত জেনে নেয়া। Youtube Partner Program এর বিস্তারিত ইউটিউবের কাছ থেকে জেনে নিয়ে তারপর আবার Tutorialsbangla তে ফিরে আসুন। আমরা চেষ্টা করি পাঠকদের সবসময় শতভাগ সঠিক তথ্য দিতে, লেখা আকর্ষণীয় না হতে পারে কিন্তু এর সত্যতা শতভাগ।
লেখাটি এর আগে Tutorialsbangla তে ইউটিউব টিউটোরিয়াল সিরিজে "ইউটিউব থেকে অর্থ উপার্জন" শিরোনামে প্রকাশিত
আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।
আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com