LAN Cable ব্যবহার করে যেভাবে ২টি Laptop এর মধ্যে File Transfer করবেন

Assigning IP Address (Laptop - 1)

  1. Open Network and Sharing Center এ যেতে হবে।
  2. Change Adapter Settings এ যেতে হবে।
  3. Local Area Connection কে ওপেন করতে হবে।
  4. Properties এ ক্লিক করতে হবে
  5. Internet Protocol Version 4 (TCP/IPv4) ওপেন করতে হবে
  6. এখানে IP address: 172.16.0.20 এবং Subnet Mask: 255.255.0.0 বসাতে হবে।
  7. এরপরে ok দিয়ে বার হয়ে আসতে হবে।

Assigning IP Address (Laptop - 2)

  1. Open Network and Sharing Center এ যেতে হবে।
  2. Change Adapter Settings এ যেতে হবে।
  3. Local Area Connection কে ওপেন করতে হবে।
  4. Properties এ ক্লিক করতে হবে
  5. Internet Protocol Version 4 (TCP/IPv4) ওপেন করতে হবে
  6. এখানে IP address: 172.16.0.30 এবং Subnet Mask: 255.255.0.0 বসাতে হবে।
  7. এরপরে ok দিয়ে বার হয়ে আসতে হবে।

নিচের ভিডিওতে সম্পূর্ণ প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে ধারাবাহিক আকারে দেখানো হয়েছে। আশাকরি সবাই উপকৃত হবেন।

 

 

Create Home Group (Laptop - 1)

  1. Open Network and Sharing Center এ যেতে হবে।
  2. Home Group এ যেতে হবে।
  3. একটি Home Group create করতে হবে।
  4. প্রদর্শনকৃত Password টি মনে রাখতে হবে।

Join Home Group (Laptop - 2)

  1. Open Network and Sharing Center এ যেতে হবে।
  2. Home Group এ যেতে হবে।
  3. Home Group Join করতে হবে।
  4. Laptop – 1 এ প্রদর্শনকৃত Password টি এখানে দিতে হবে।

Drive Share from (Laptop - 2)

  1. Drive এর উপর Right Click করে Properties এ যেতে হবে।
  2. Sharing এ যেতে হবে।
  3. Advanced Sharing এ যেতে হবে।
  4. Share this folder option এ টিক দিয়ে হবে।
  5. Permission এ যেতে হবে।
  6. Full Control, Change, Read সবগুলিকে Allow করে দিতে হবে।
  7. Apply, OK দিয়ে বার হয়ে আসতে হবে।

Shared Drive access from (Laptop - 1)

  1. এখন Laptop – 1 থেকে My computer, Network option এ গিয়ে Laptop – 2 তে প্রবেশ করলেই আপনি Laptop – 2 থেকে শেয়ারকৃত সেই Drive টি দেখতে পাবেন। ঐ Drive থেকে আপনি আপনার ইচ্ছামতো File সমূহ Laptop – 1 এ copy করে নিতে পারবেন।

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস