এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আয় করা যায়?

টিউন বিভাগ টিউটোরিয়াল
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম। বন্ধুরা সকলকে শুভেচ্ছা। আজ অনেক দিন পর টেকটিউনসে লিখতে বসলাম। আজ আমি আলোচনা করবো- এফিলিয়েট মার্কেটিং কি? কিভাবে এফিলিয়েট মার্কেটিং থেকে কোন বিনিয়োগ ছাড়াই অর্থ উপার্জন করা যায়।
এফিলিয়েট মার্কেটিং কী ?
গ্লোবালাইজেসন বা বিশ্বায়নের ফলে পুরো বিশ্বটা আজ একটা শহর বা গ্রামে পরিণত হয়েছে। বিস্তার লাভ করেছে অবাধ বা মুক্ত বাণিজ্যের। ছোট বড় সকল ব্যবসায়ীরাই চান তাদের ব্যবসাকে আরো প্রসারিত করতে। এজন্য তোরা বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। তার মধ্যে এফিলিয়েট মার্কেটিং অন্যতম।

যেমন ধরুন, আপনার কোন বন্ধু একটি মোবাইল ফোন কিনবেন। তখন আপনি  আপনার ঐ বন্ধুকে আপনার পরিচিত কোন মোবাইল এর দোকানে নিয়ে গেলেন এবং সেখান থেকে তাকে পছন্দের মোবাইল টি কিনে দিলেন। আপনি ঐ দোকানদার কে কে কাস্টমার এনে দিলেন ঐ তার একটি পোডাক্ট সেল হল। এর জন্য ঐ দোকানদার আপনাকে মোবাইলের দামের উপর ভিত্তি করে কিছু টাকা দিলেন। মূলত এটাই হল এফিলিয়েট মার্কেটিং।

এখন কথা হচ্ছে আমরা তো কমিশনের জন্য বন্ধুকে মোবাইল, কম্পিউটার বা ফ্রিজ কিনে দেওয়ার জন্য হাটে বাজারে, মাঠে, ঘাটে যেতে পারবো না। তাইনা! আর আমাদেরহ য় তো এতোটা সময় বা এই মানুষিকতা ও নেই। তাহলে কি আমরা এফিলিয়েট মার্কেটিং করতে পারবো না? না, বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আমরা অবশ্যই পারবো। আর সেটা কারো কাছে না গিয়ে ঘরে বসেই করতে পারবো। ইনশা আল্লাহ।

উদাহরণ দিতে গিয়ে আমি যে এফিলিয়েট মার্কেটিং এর কথা বললাম সেটা হল পুরনো দিনের এফিলিয়েট মার্কেটিং। কিন্তু আমরা আধুনিক যুগের এফিলিয়েট মার্কেটিং করবো। যা হবে পুরাটাই ডিজিটাল।

ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং কি ?
আপনি কোন সাইটে রেজিস্ট্রেশন করলেন। আর ঐ সাইট তাদের লাভের জন্য আপনাকে একটি রেফারাল লিংক দিবেন। এবার কোন ব্যক্তি যদি আপনার ঐ রেফারাল লিংকটি ব্যবহার করে ঐ সাইটে রেজিস্ট্রেশন করে, কোন পণ্য কেনে বা কোন ফাইল ডাউনলোড  করে তাহলে আপনি তার বিনিময়ে অর্থ পেলেন, এটাই হল ডিজিটাল এফিলিয়েট মার্কেটিং।

কি কি উপায়ে এফিলিয়েট মার্কেটিং কার যায়?
পণ্য বিক্রির মাধ্যমেঃ
অনেক ইকমার্স সাইট রয়েছে যারা শুধু মাত্র এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এটি একটি লাভজনক পদ্ধতি। আপনি যদি কোন ইকমার্স সাইটের কোন পণ্য বিক্রি করে দিতে পারেন তাহলে ঐ পণ্যের দামের উপর ভিত্তি করে আপনাকে তারা টাকা দিবে। তারমানে আপনি যত দামী পণ্য বিক্রি করে দিতে পারবেন, আপনার লাভ তত বেশি হবে। ঐ যে আমি প্রথমে মোবাইল কেনার যে বিষয়টা বলেছিলাম। অনেকটা সেরকমই। প্রথমে আপনাকে এজটা ইকমার্স সাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সেখান থেকে এফিলিয়েট লিংক নিয়ে ঐ সাইটের বিভিন্ন পণ্য বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আপনার শেয়ার করা পণ্য কেউ কিনলে আপনি তার বিনিময়ে অর্থ পাবেন। এরকম একটা ভাল ও বিশ্বস্ত সাইট হল আমাজন ডট কম ও ইবে ডট কম।

আমাজন থেকে কিভাবে এফিলিয়েট লিংক নিয়ে পণ্য বিক্রি করে আয় করা যায় সে বিষয়ে আমার ভিডিও রয়েছে। চাইলে নিচের এই ভিডিওটি দেখে আসতে পারেন।

বিস্তারিত দেখুন ভিডিও তে।

How to Make Money Online- Refer and Earn Money From Amazon,

এছাড়াও আরও অনেক উপকারী টিউটোরিয়াল পেতে নিচের চ্যানেল দুটিতে যাওয়ার অনুরোধ রইলো। অনেক কিছু পাবেন সেখানে। তাই সাবসক্রাইব করে রাখুন। আশা করি উপকৃত হবেন।

চ্যানেল ০১:

http://www.youtube.com/mbtv24

চ্যানেল ০২:

IT House24

ডাউনলোড এর মাধ্যমেঃ
ফাইল ডাউনলোড এর মাধ্যমেও অর্থ উপার্জন করা যায়। যেমন- ধরুন আপনি এই জাতীয় কোন ফাইল শেয়ারিং ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে তাতে কোন গান, ভিডিও, নাটক, সফটওয়ার ইত্যাদি আপলোড করে রাখলেন। এরপর ঐ ফাইল ডাউনলোড  এর লিংক শেয়ার করলেন। এবার আপনার ঐ ফাইল যতবার ডাউনলোড হবে আপনি ততবারই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। এরকম একটি ভাল সাইট হল হট ফাইল ডট কম। userscloud ফ্রি রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

রেজিস্ট্রেসন এর মাধ্যমেঃ
এটি খুবই সহজ এবং অতি সহজ ও সাধারণ একটি পদ্ধতি। আপনি কোন সাইটে রেজিস্ট্রেসন করার পর আপনাকে একটি রেফারাল লিংক দিবেন। আপনি সেটি বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। এবার আপনার ঐ লিংক থেকে যদি কোন ব্যক্তি ঐ সাইটে রেজিস্ট্রেশন করে তাহলে তার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবেন। এরকম হাজার হাজার সাইট রয়েছে। যেমন- পেইজা ডট কম। পেইজা ডট কমে ফ্রি রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।  

এফিলিয়েট মার্কেটিং এ ভাল করার উপায়ঃ
এফিলিয়েট মার্কেটিং এ ভাল করার জন্য এবার আমি কিছু টিপস দিবো। যেগুলো ফলো করে আপনি সফল হবেন। ইনশা আল্লাহ।

পণ্য বিক্রির ক্ষেত্রে- পন্যের ছবি সহ পণ্যের সকল গুনাগুণ এবং সেটি মানুষ কেন কিনবে সেগুলো সুন্দর করে বিভিন্ন ব্লগ, চ্যাট রুম, ফোরামে, ও সোস্যাল মিডিয়ায় লিখুন। আপনি একটি ফ্রি বা পেইড ওয়েব সাইট তৈরী করে সেখানেও লিখতে পারেন। কিভাবে ফ্রিতে ওয়েব সাইট তৈরী করবেন তা নিয়ে আমি খুব শিঘ্রই একটি ভিডিও তৈরী করবো। সেটি দেখে সহজেই একটি ওয়েব সাইট তৈরী করতে পারবেন একেবারে ফ্রিতে। আমার চ্যানেলটি সাবসক্রাইব করা থাকলে আপনি ঐ ভিডিওটির আপডেট পেয়ে যাবেন। এছাড়া আপনি ঐ পণ্যটি কেনোর জন্য ইউটিউবে ও ভিডিও তৈরী করে আপলোড করতে পারেন।

ইউজার রেজিস্ট্রেশন এর মাধ্যমে আয় করতে চাইলেও একইভাবে বিভিন্ন ফোরাম, ব্লগ, ওয়েব সাইট ও সোস্যাল মিডিয়ায় আর্টিকেল লিখুন। আর্টিকেলের মাঝে আপনার রেফারেন্সে লিংকটি দিয়ে দিন।

ডাউনলোড এর ক্ষেত্রে ও তাই। আপনি প্রয়োজনীয় বিভিন্ন ফাইল আপলোড করে তার ডাউনলোড লিংক পূর্বের মত বিভিন্ন জায়গায় শেয়ার করুন। তবে এ ক্ষেত্রে কপি রাইটের ব্যাপ্যারটা খেয়াল রাখবেন। এভাবে কাজ করলে ইনশা আল্লাহ আপনি সফল হবেন।

এফিলিয়েট মার্কেটিং খুব সহজ একটি কাজ। শুধুমাত্র কম্পিউটার চালানো এবং ইন্টারনেট ব্রাউজ করার মত যোগ্যতা থাকলেই এফিলিয়েট মার্কেটিং করা যায়। মনোযোগ সহকারে কাজ করলে এখান থেকে আপনি বেশ ভাল অংকের অর্থ উপার্জন করতে পারবেন।

বিস্তারিত নিচের ভিডিও টি থেকে দেখে নিতে পারেন।

এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আয় করবেন। পর্ব-০১

আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে কোন সমস্যা হলে বা কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন। আমি জবাব দেওয়ার চেষ্টা করবো। টিউন টি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে একটা লাইক  দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি দেখে আসতে পারেন সেখানে এরকম অনেক উপকারী টিউটোরিয়াল পাবেন। আর চ্যানেল দুটিকে সাবসক্রাইব করার অনুরোধ করছি।
বন্ধুরা আজকের মতে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী টিউনে।  সে পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন।

Level 3

আমি মোঃ রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রিল্যান্সার, গ্রাফিক্স, ওয়েব, এ্যাপস ডিজাইনার ও ডেভলপার, লেখক,অভিনেতা ও পরিচালক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইন্টারনেট ছাড়া কম্পিউটারের যে কোন মনিটরে টিভি দেখুন।
এই ভিডিও টি দেখুন। https://www.youtube.com/watch?v=JI4X8Wn4X1M&t=79s