কিভাবে আইফোন এর স্ক্রীন রেকর্ড করবেন ?

আজকের টিউন এ আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি মো: শাহীন তাজ ফকির।

আজ আমি দেখাব কিভাবে কিভাবে আইফোন এর স্ক্রীন রেকর্ড করবেন। তে চলুন শুরু করি।

প্রথমে এই সাইটি তে যান  iemulators.com

তারপর  অ্যাপসে এ ক্লিক করুন

তারপর EveryCord  এ ক্লিক করুন

চাইলে  ভিডিও  টিউটোরিয়াল দেখতে পারেন।

তারপর  Download এ ক্লিক করুন >>Install

অ্যাপস টি ইন্সটল এর পর ওপেন হবে না। ওপেন করতে সেটিং এ যাবেন Settings>General>Device Management

তারপর Xiamen Cloud Top Information এ ক্লিক করবেন। then EveryCord >>Trust এ ক্লিক করবেন।

এখন অ্যাপটি ওপেন হবে।

 

 

 

 

 

 

 

 

 

অ্যাপটি ওপেন করে প্রথমে রেকর্ড  ফাইল টির একটি নাম দিতে হবে।  Then doen >> Yes .

এবার নিচের ইমেজ এর মত DONE  লেখা  আসবে, এখানে ক্লিক করবেন না। ক্লিক করলে রেকর্ড  বন্ধ হয়ে যাবে। রেকর্ড   অটো শুরু হবে।

রেকর্ড  বন্ধ করতে Done এ ক্লিক করুন। এবার ভিডিও টি  compiling হবে।

My Recordings  থেকে ভিডিও টি ক্যামেরা রোলে সেভ করতে পারবেন। শেয়ার করতে পারবেন।

ধন্যবাদ।

অারও টিউন অবাক করা ১৫ টি ওয়েবসাইট একবার হলেও ঘুরে আসুন (15 Amazing cool website)

মাত্র ১০ মিনিটে নিজের একটি অ্যাপস তৈরী করুন | Android | iOS

কিভাবে খুব সহজে দ্রুত টাইপিং শিখবেন | টাইপিং শেখা এত সহজ !

ইন্টারনেট এর মালিক কে ? কিভাবে ইন্টারনেট কাজ করে ?

ফেইসবুকে আমি

Level 0

আমি শাহীন তাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস