আমাদের সকালের নাস্তা না করে দুপুর পর্যন্ত থাকতে যতটা না সমস্যা হয়, তার চেয়ে বেশী সমস্যা হয় বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত ইন্টারনেট কানেকশন না থাকলে। আমরা আমাদের ডেইলি লাইফ এ এতটাই ইন্টারনেট এর ওপর নির্ভরশীল
হয়ে পরেছি। তো আপনার কি কখনও মনে হয়েছে,এই ইন্টারনেটের মালিক কে ? কিভাবে ইন্টারনেট কাজ করে ?
আপনি হয়তো এই টিউন টি পড়তেছেন মোবাইল ফোন এ অথবা কম্পিউটার এ, তো এই টিউন আছে টেকটিউনস সার্ভার
এ, তাহলে আপনি কিভাবে সেকেন্ড এর মধ্যে এই টিউন পড়তেছেন । আর আমরা ইন্টারনেট বিল এর জন্য যে টাকা
দিই, সে টাকা শেষ পর্যন্ত কে পায়। ধুরুন আপনি ১ জিবি ইন্টারনেট এর জন্য গ্রামীনফোনকে ২০০ টাকা দিলেন, গ্রামীনফোন
সেই টাকা কাকে দেয়। এসব জানতে হলে আমাদের আগে আই এস পি (ISP) সম্পর্কে জানতে হবে।
এই আই এস পি মূলত তিন ধরনের হয়
১। Tier 1 ISP
২। Tier 2 ISP
৩। Tier 3 ISP
এই আই এস পি গুলো বিভিন্ন পর্যায় এ আমাদের কানেকশন দিয়ে থাকে। Tier 1 ISP ইন্টারন্যাশনাল পর্যায়ে কানেকশন দেয়।
Tier 2 ISP ন্যাশনাল পর্যায়ে কানেকশন দেয়। আর Tier 3 ISP লোকাল পর্যায়ে কানেকশনয়া দেয়।
তো এসব বিষয় আমি ভিডিও তে বিস্তারিত দেখিয়েছি,
আপনার MB নিয়ে প্রবলেম না থাকলে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
অারও টিউন অবাক করা ১৫ টি ওয়েবসাইট একবার হলেও ঘুরে আসুন (15 Amazing cool website)
কিভাবে খুব সহজে দ্রুত টাইপিং শিখবেন | টাইপিং শেখা এত সহজ !
আমি শাহীন তাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, techtunes এ কোন টিউন কে প্রিয় করব কি করে?