সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কীভাবে আপনার আপানর ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন!
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ কীভাবে আপনার আপানর ইউটিউব অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন!
তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক।
(বিঃ দ্রঃ আপনাদের কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব।)
যা যা ব্যবহার করেছিঃ
১। প্রথমে আপনার ওয়েব ব্রাউজার এ প্রবেশ করে চ্যানেল ঢুকুন
২। তারপর চ্যানেল > Advanced > Verify এ ক্লিক করুন
৩। আপনার ফোন নাম্বার দিন কান্ট্রি অটো সিলেক্ট হয়ে যাবে!
৪। ৬ ডিজিট এর কনফার্ম নাম্বার টা দিন
বেস ভেরিফাই হয়ে গেল আপনার ইউটিউব অ্যাকাউন্ট !
ভেরিফাই না করার অসুবিধা ঃ
১। আপনি কাস্টম ফটো ব্যবহার করতে পারবেন না
২। Monitization on করতে পারবেন না
৩। Live Streaming on করতে পারবেন না
৪। ১৫ মিনিট এর বড় ভিডিও আপলোড দিতে পারবেন না
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।
যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসব নতুন কোণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
আমি শোআইব ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
informative post.thanks
best social marketing panel
http://www.bestsmmpanels.com