কিভাবে খুব সহজে দ্রুত টাইপিং শিখবেন | টাইপিং শেখা এত সহজ !

আজকের টিউন এ আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি মো: শাহীন তাজ ফকির।

আজ আমি দেখাব কিভাবে খুব সহজে  দ্রুত টাইপিং শিখবেন। টাইপিং শেখার জন্য অনেক সফটওয়্যার পাবেন। কিন্ত সফটওয়্যার  দিয়ে  প্যাকটিস করা একটি, বিরক্ত কর কাজ। তারপর  ও আমি বলব, অাপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন, তাহলে সফটওয়্যার  দিয়ে প্যাকটিস করে অন্তত  "Key" গুলো মুখস্ত করে নিন। টাইপিং শেখার জন্য অনেক সফটওয়্যার পাবেন, যেমন

TypingMaster , GS Typing Tutor ,RapidTyping ।

MB নিয়ে প্রবলেম না থাকলে ভিডিও টিউটোরিয়াল  দেখতে পারেন।

তো আজ আমি আপনাদের কোনো প্রকার সফটওয়্যার দেখাব না। যা দেখাব তা হল একটি ওয়েবসাইট। ওয়েবসাইটি হল  play.typeracer.com । এই  ওয়েবসাইটির বিশেষত্ব হল এখানে আপনি গেমের মত মজা করে টাইপিং শিখতে  পারবেন।

তো ভিজিট করুন সাইট টি এবং প্যাকটিস  করতে থাকুন, দেখুন খুব তারাতারি আপনার টাইপিং স্পীড এর  উন্নতি হবে।

আর এখানে যখন রেস  শুরু করবেন, তখন রেজিস্ট্রেশান করে নিবেন, তাহলে আপনার সকল রেস এর একটি রেকড

থাকবে। আপনি কত গুলো রেস দিলেন, আপনার রেস এর স্পীড কত,গড় স্পীড কত  সব দেখতে পারবেন।

অারও টিউন অবাক করা ১৫ টি ওয়েবসাইট একবার হলেও ঘুরে আসুন (15 Amazing cool website)

মাত্র ১০ মিনিটে নিজের একটি অ্যাপস তৈরী করুন | Android | iOS

ফেইসবুকে আমি

Level 0

আমি শাহীন তাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস