ল্যাপটপ/ডেস্কটপের হার্ডডিস্ক পার্টিশন করা শিখুন কোন ধরনের ডেটালস ছাড়াই

ডেক্সটপ/ল্যাপটপের হার্ডডিস্কের ব্যাপারে আমাদের সকলকেই সবসময় সতর্ক থাকতে হয়। কারণ সামান্য অসতর্কতার কারণে বছরের পর বছর জমানো ডেটা হারিয়ে যেতে পারে ফর্মেট জনিত কারণে। আমাদের অনেক সময় নিম্নোক্ত কাজ গুলি বেশ জরুরি হয়ে পড়ে।

১) নতুন ড্রাইভ তৈরি করা
২) দুই বা ততোধিক ড্রাইভকে মার্জ করা
৩) C ড্রাইভের স্পেস বাড়ানো (ইত্যাদি)

এই প্রসেস গুলি আমরা জানলেও মেক্সিমাম সময় অ্যাপ্লাই করতে বুক কাপে; যদি কোন কারণে হার্ডডিস্কের ড্রাইভ গুলি ফর্মেট হয়ে যায়!!! হার্ডডিস্কের ড্রাইভ গুলির এই ফর্মেট জনিত কারণে অনেক সময় বিভিন্ন অফিসের অনেক মূল্যবান ডেটা লস হয়ে যায়। আর এই কারণে অনেকে চাকুরীচুতও হয়ে থাকেন। আমার এই ভিডিও টিউটোরিয়ালটি একটু খেয়াল করে দেখলে যে কেউই উপরোক্ত প্রয়োজন গুলি মেটাতে পারবেন কোনধরনের ডেটালস ছাড়াই। আমি এই ভিডিও টিউটোরিয়ালে  নতুন ড্রাইভ তৈরি করা, দুই বা ততোধিক ড্রাইভকে মার্জ করা, C ড্রাইভের স্পেস বাড়ানোর পদ্ধতি ধারাবাহিক আকারে দেখানোর চেষ্টা করেছি। আশাকরি সকলের ভালো লাগবে।  তাই আর অপেক্ষা না করে এখনই আপানর ল্যাপটপ/ডেস্কটপের হার্ডডিস্ক পার্টিশন করা শিখুন কোন ধরনের ডেটালস ছাড়াই।

Video টি Full Screen এ দেখতে চাইলে এখানে Click করুন

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস