আজকের টিউন এ আপনাকে স্বাগতম জানাচ্ছি, আমি মো: শাহীন তাজ ফকির। অামরা প্রত্যেকেই নিজের একটি অ্যাপ্লিকেশন তৈরী করতে চাই।
কিন্তু কিভাবে কোনো প্রকার প্রোগ্রামিং ছাড়া অ্যাপস তৈরী করা যাই, তা জানা নাই। তো আজকের টিউনে আপনাদের দেখাব কিভাবে কোনো প্রকার প্রোগ্রামিং জানা ছাড়া ১০ মিনিটে নিজের একটি অ্যাপস তৈরী করবেন অ্যান্ড্রয়েড বা এর আইফোন জন্য।
অ্যাপ্লিকেশন তৈরীর অনেক ওয়েবসাইট আছে, কিন্তু এটিতে কোন সমস্যা ছাড়াই সহজেই আপনার নিজের অ্যান্ড্রয়েড বা আইফোন অ্যাপ্লিকেশন তৈরী করতে পারেন। ওয়েবসাইট ঠিকানা Appypie
অ্যাপি পাই যে কোনও অ্যাপ্লিকেশান তৈরির জন্য একটি সেরা অ্যাপ বিল্ডার ওয়েবসাইট। অ্যাপি পাই ওয়েবসাইট এর মাধ্যমে, আপনি সকল প্ল্যাটফর্ম
এর জন্য অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যাদি ম্যাক অথবা উইন্ডোজ এর জন্য অ্যাপ্লিকেশান তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রিমিয়াম ইউজার হতে হবে। আপনি ফ্রী তে শুধু মাত্র অ্যান্ড্রয়েড এবং আইফোন এর জন্য অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন
তো সম্পূর্ণ কাজ যদি আমি টিউনে দেখাতে চাই, তাহলে
টিউনটি অনেক বড় হবে। তা্ই আমি ভিডিও টিউটোরিয়াল এ সম্পূর্ণ প্রক্রিয়া দেখাব,
আশা করতেছি এই ভিডিওটি দেখার পর আপনি, নিজের
একটি অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন।
অারও টিউন অবাক করা ১৫ টি ওয়েবসাইট একবার হলেও ঘুরে আসুন (15 Amazing cool website)
ফেইসবুকে আমি
আমি শাহীন তাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।