এই পর্বে আমরা ইমেজ প্রোসেসিং এর একদম বেসিক কিছু কোড দেখব। ধরে নিচ্ছি আপনাদের সবারই ম্যাটল্যাব ইন্সটল করা আছে এবং আপনারা হার্ডকোড করার জন্য প্রস্তুত। তো বেশি কথা না বলে সরাসরি শুরু করে ফেলি তাহলে। ইমেজ প্রোসেসিং শুরু করার জন্য প্রথমেই আমাদের যা করা দরকার, তা হল, যেই ইমেজটাকে আমাদের প্রোসেস করতে হবে প্রথমে সেই ইমেজটা রিড করা।
আচ্ছা, এখানে একটা কথা বলি। ম্যাটল্যাবের কোডগুলো আর তাদের আউটপুটগুলো এখানে দেয়ার খুব ভাল কোন ব্যবস্থা নেই। কোডগুলো এখানে ব্যবহার করলে আমাকে এরর দেখাচ্ছে। বলছে যে, আমার কোডে নাকি ইনএপ্রোপ্রিয়েট সিম্বল ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই দুঃঅবস্থার জন্য আমার পক্ষে এখানে কোডগুলো আপাতত আপলোড দেয়া যাচ্ছে না। তাই, আমি অন্য একটা লিংকে কোড, কোড সম্পর্কিত আলোচনা এবং আউটপুটগুলোর স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি। লিংকটা নিচে দেয়া হল। একটু কষ্ট করে গিয়ে দেখে আসবেন। লিংকঃ
ডিজিটাল ইমেজ প্রোসেসিং বাংলা টিউটোরিয়াল – ২য় পর্ব
আর একই সাথে আমি টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। অন্ততঃ কোন লাইনের সিম্বল বা ওয়ার্ডে সমস্যা আছে বা কিছু একটা হিন্টস যেটা আমাকে সাহায্য করবে সমস্যাটা বোঝার জন্য, সেটা দিলে ভাল হত। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে খুব দ্রুতই কাজ করবেন।
যাই হোক, আজকের মত এইটুকুতেই থাক। নেক্সট টিউটোরিয়ালে আমরা বিভিন্ন কালার মডেল এবং এক কালার মডেল থেকে অন্য কালার মডেলে কনভার্শন দেখব ইনশাআল্লাহ।
আমি ডার্ক নাইট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।