এবার প্রত্যেক মিনিটে 10000 বিটকয়েন আর্নিং হবেই। মাসে 200 – 400 ডলার আয় করুন খুব সহজে।

আসসালামুআলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন। প্রথমেই ধন্যবাদ জানাই টেকটিউনসের এডমিনদের যাদের কারণে এই বিষাল প্লাটফরমে টিউন করতে সুযোগ দেওয়ার জন্য। আরো ধন্যবাদ জানাই তাদের যার কষ্ট করে অামার লেখা টাইটেলে ক্লিক করেছেন।

আজ আমি যে টিউনটি নিয়ে হাজির হয়েছে। সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন সম্পর্কে তো সবই কিছুটা হলেও জানেন। এর সম্পর্কে আর না বলি।

বিটকয়েন আর্নিং করার জন্য মানুষ হুমরি খেয়ে পড়ছে। পরবেই না কেন 1 বিটকয়েন = 3450 ডলার।

অনেককে দেখি কেপচা পূরণ করে ছোট ছোট সাতশি ইনকাম তাতে দেখা যায় মাস শেষে হাত খরচও উঠেনা। আজ আমি যেটা দেখা সেটা হচ্ছে কিভাবে আপনি প্রত্যেক মিনিটে 10000 সাতশি ইনকাম করতে পারেন। ঘন্টায় 200000 = 8(Eight) ডলার।
এখানে মনে হয় অনেকেই ভুল ধরেছেন। মিনিটে 10000 হলে ঘন্টায় তো 600000। এই একমিনিটের মধ্যেও কিছু কাজ আছে। তাই বল্লাম আরকি

পেমেন্ট প্রুফসহ দেখিয়ে দিয়েছি।

যে কেউ কাজটি করতে পারবে। খুবি সহজ একটি কাজ। যারা নতুন তাদের জন্য স্টেপ বাই স্টেপ বিলে দিয়ছি।

নিচের ভিডিওটি দেখুন তাহলেই বুঝবেন মধু :

 

 

স্টেপ-1 যারা নুতুন তারা প্রথমেই  Coinbase  একটি একাউন্ট খুলবেন।  এটাহচ্ছে বিটকয়েনের একাউন্ট যত বিটকয়েন আর্ন  করবেন  সব এই একাইন্টে জমা হবে।

স্টেপ-2  এখন  Freebitco.in  এ যেয়েন করুন। এরপর আপনি যদি পেইড টিউটরিয়াল নিয়ে থাকেন। তাহলে সেই অনুযায়ী কাজ করুন। এখান থেকে যা ইনকাম হবে Coinbase এ সন্ড করুন।

 

স্টেপ-3 এরপর এই সাইটে জয়েন করুন bd takai  বিটকয়েন Buy sell করা জন্য  http://www.rdbsewallet.com  খুব ট্রাস্টেড সাইট। বিকাশ থেকে শুরু করে যে কেন মাধ্যমে টাকা তুতে পারবেন। আমি এখান থেকে ক্রয় এবং বিক্রয় করি।

আমি খুবি দু:খিত ভিডিওটি  আর সেল হেচ্ছে না।

 

Level 1

আমি মো শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এফবিতে এ সংক্নান্ত কোন ভিডিও নাই, অযথা সময় নষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ, গালি দেওয়ার অভ্যাস নাই,তাই প্রতারক,ধান্দাবাজ এগুলো বললাম না

    শুধু শুধু রাগ করলেন ভাই সাথে প্রতারক,ধান্দাবাজ বলেও সিস্টেমে গালি দিয়ে গেলেন । কেউকে শুনেছেন সিক্রেট ভিডিও ফেসবুকে দেয় । আর সিক্রেট ভিডিও পাবলিকের মাধ্যমে ছড়ায় । তাহলে ইউটিবে গিয়ে সিক্রেট ভিডিও লিখে সার্চ করেন । পেতেও পারেন । হয়তবা অামি লিখতে ভুল করেছি । ভিডিওটি পেতে চাইলে ফেইসবুক আইডি এবং স্কাইপ আইডি দেওয়া হয়েছে কিন্তু এটা তো ফ্রি না । ফ্রি ভিডিও দেখে ফ্রি ভাবে কাজ করে চেষ্টা করুন ইনকাম করতে পেরেন কিনা । না পারলে আমার কাছে আসবেন ।

Titurial er dam koto ta to bollen na