আসসালামু আলাইকুম,
সবাই ভালো আছেন নিশ্চয়? হ্যাঁ আমিও আল্লাহ্র রহমতে অনেক ভালো আছি আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের জন্য একটা টিউন নিয়ে হাজির হলাম।
হ্যাঁ তা আমি বলবই সাথে কিছু কথা ও বলব সময় হবে কি ? আচ্ছা সময় হলে দেখে নিতে পারেন আর সময় না রইলে পরে দেখে নিবেন।
সরি সেটাই বলতে ভুলে গিয়েছি আসলে এই টিউন টা যিনারা ইউটিউবার তাদের জন্য। এবং যিনারা তাদের ইউটিউব কভার আর্ট এর সাইজ মেলাতে পারছেন না তাদের জন্য।
মূল টিউন
আমরা অনেকেই আছি যারা হয়ত ইউটিউব এর ব্যানার বা কভার আর্ট এর সঠিক সাইজ রেজুলেশন জানি না ২৫৬০ ১৪৪০, আবার জেনেও ঠিক সঠিক করে কভার আর্ট ডিজাইন করতে পারছি না, দেখলেন সঠিন সাইজ দিয়েছি কিন্ত আমার লিখা বা ডিজাইন গুলো ক্রপ হয়ে নিচে চলে যাচ্ছে অথবা উপুড়ে। অনেক সাধনা করে ছোট করে ডিজাইন করলেন কিন্ত কি হল?
আবার সেই দেখলাম অনেক ছোট লাগছে। তাহলে কি করা যায় ? হ্যাঁ আমি সাধারনত এই সমস্যাটি নিয়েই আজ টিউন করেছি যেহেতু তাই আর টেনশন করবার কিছুই নেই আমি একটি PSD ফাইল এখানে যুক্ত করলাম ডাউনলোড করে নিন এবং ফাইলটি চালু Adobe Photoshop দিয়ে চালু করেনিন।
দেখুন অখানে কিছু অংশ সাদা মার্ক করা আছে যেখানে আপনার লোগো লেখা ডিজাইন যা কিছু বসি দিন সাদা জায়গাটার উপর পালিয়ে কোথায় যাবে না অখানেই থাকতে হবে এবং আপনার কভার আর্টে যা যা কিছু আপনি দেখাতে চান তাই দেখাবে।
এছাড়াও আপনাদের সুভিধার্থে একটি আমার নিজের এই কভার আর্ট নিয়ে করা এক্তি ভিডিও যুক্ত করতে চাচ্ছি এখানে দেখে নিতে পারেন কিভাবে ম্যানেজ করবেন এগুলা সাধারনত বোনাস হিসেবে আমার চ্যানেলের কভার আর্ট ডিজাইন করা দেখিয়েছি।
আমাকে ফেইসবুকে পেতেঃ Abdul Momin
তাহলে বন্ধুরা আজ কিন্ত এখানেই বিদাই নিলাম কেমন লেগেছে আজকের টিউন জানাবেন কিন্ত আর ভালো থাকবেন ভালো রাখবেন আশে পাশের সবাইকে খোদা হাফেজ।
এই টিউনটি আগে আমার ব্যক্তিগত ব্লগে TUTOHUT প্রকাশিত।
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।