সবাইকে স্বাগতম জানাচ্ছি কুইকবুকস বাংলা টিউটোরিয়াল এর দ্বিতীয় পর্বে। এই পর্বে কিভাবে একটি কুইকবুকস অনলাইনে কোম্পানি ফাইল তৈরি করবেন তার বিস্তারিত বর্ণনা করা হবে।
কোম্পানি ফাইল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এই ওয়েব সাইটে যেতে হবে। এরপর নিম্নের চিত্রের মত Free Trail এ ক্লিক করতে হবে।
Free Trail এ ক্লিক করার পর নিম্নের চিত্রটি দেখতে পাবেন। আমরা কুইকবুকস অনলাইন Plus এ সাইন -আপ করব। কারণ Plus এ Simple Start এবং Essentials এর সব Features অন্তর্ভুক্ত। তাই নিম্নের চিত্রের মত Plus এর Free 30-Day Trial এ ক্লিক করুন।
Free 30-Day Trial এ ক্লিক করার পর নিম্নের চিত্রের মত আসবে। এখানে Email Address (User ID), First Name, Last Name, Password দিয়ে Start Free Trial এ ক্লিক করুন।
এর পর আপনার কোম্পানি টা নিম্নের মত তৈরি হতে থাকবে।
কোম্পানি তৈরি হয়ে গেলে নিম্নের চিত্রের মত আসবে। এখানে What is your business called? এ কোম্পানি নাম এবং What type of business do you have? এ one owner (sole proprietor) সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে।
এর পর নিচের চিত্রের মত আসবে। এখানে সবগুলোতে ঠিক মার্ক দিয়ে All Set ক্লিক করতে হবে।
এর পর দেখবেন যে নিম্নের মত করে আপনার কোম্পনি ফাইল তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার কোম্পানিতে কাজ শুরু করতে পারবেন।
আগামী পর্বে থাকছে-
আগামী পর্বে থাকছে হোম পেজ পরিচিতি এবং
কোম্পানি সেটিং
কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন।
ভিজিট করতে পারেন আমার ব্লগ সাইটেও।
আমি মোহাম্মদ এনাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।