আসসালামু আলাইকুম
আজকে আমি সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করব। সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করার আগে জানতে হবে যে সাইবার ক্রাইম কি এবং সাইবার সিকিউরিটি কি আর সাইবার সিকিউরিটি জানতে হলে জানতে হবে যে সাইবার কি? এবং সিকিউরিটি কি?
কম্পিউটার, নেটওয়ার্ক ইনফরমেশন, আর ইলেক্ট্রনিক্স এর যাবতীয় অংশ বিশেষ হচ্ছে সাইবার। সাধারণত ইন্টারনেট জগতটাকে সাইবার বলা হয়।
সাইবার ক্রাইম বলতে ইন্টারনেট ব্যবহার করে যে অপরাধ করা হয়, তাকেই বোঝানো হয়েছে | তবে ইন্টারনেট ছাড়াও সাইবার ক্রাইম হয় বিস্তারিত https://bn.m.wikipedia.org/wiki/সাইবার_অপরাধ
সিকিউরিটি অর্থ নিরাপত্তা।
কম্পিউটার, নেটওয়ার্ক ইনফরমেশন, আর ইলেক্ট্রনিক্স এর যাবতীয় অংশ বিশেষ হচ্ছে সাইবার। সাধারণত ইন্টারনেট জগতটাকে সাইবার বলা হয়।তাই বলা যায় সাইবার সিকিউরিটি মানে হচ্ছে তথ্যের নিরাপত্তা।
আমরা এখন কতকিছুই না ব্যবহার করছি, মোবাইল ফোন,কম্পিউটার,ইন্টারনেট,ফেসবুক,ইমেইল এমনকি কেনাবেচা করছি ইন্টারনেটে যদি আমরা এইসব হ্যাকিংয়ের শিকার হই তাইলে আমাদের সমস্যায় পড়তে হবে তাই সাইবার সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সিকিউর থাকতে হলে আপনাকে জানতে হবে যে কোন কোন জিনিসে সাইবার ক্রিমিনালরা টার্গেট করে আছে।আমাদের দেশে বর্তমানে হ্যাকিংয়ের মাধ্যমেই সবথেকে বেশি সাইবার ক্রাইম ঘটছে।
১/ আইডি হ্যাকিং
২/ ওয়েবসাইট হ্যাকিং
৩/ মোবাইল হ্যাকিং
৪/ কম্পিউটার হ্যাকিং
৫/ ওয়াইফাই হ্যাকিং
৬/ ক্রেডিট কার্ড হ্যাকিং
৭/ বিকাশ ফ্রডিং
মূলত তথ্য চুরির জন্যই সাইবার ক্রিমিনালরা কাউকে টার্গেট করে।
আইডি হ্যাকিংয়ের ভিতরে আছে সব ধরণের আইডি হ্যাকিং (ফেসবুক আইডি,ইমেইল আইডি,টুইটার আইডি আরোও যত প্রকার আইডি) যেহেতু ফেসবুক আইডি ছাড়া অন্য আইডি সাধারণ মানুষরা সাধারণত চালায় না তাই আইডি সিকিউরিটি বলতে আমরা ফেসবুক আইডি হ্যাকিং বুজি নিজে আইডি সিকিউরিটিঃ
https://www.google.com/search?q=আইডি+সিকিউরিটি
https://www.google.com/search?q=কিভাবে+আইডি+সুরক্ষিত+রাখব
https://www.google.com/search?q=website+security
https://www.google.com/search?q=ওয়েবসাইট+সিকিউরিটি
https://www.google.com/search?q=মোবাইল+সিকিউরিটি
https://www.google.com/search?q=কম্পিউটার+সিকিউরিটি
https://www.google.com/search?q=ওয়াইফাই+সিকিউরিটি
https://www.google.com/search?q=ক্রেডিট+কার্ড+সিকিউরিটি
আমি যেইসব লিংক দিলাম সেইসব পড়ুন এবং সেই অনুযায়ী মেনে চলুন।সিকিউর থাকার জন্য আরোও অনেক পদক্ষেপ নিতে হবে আপনাকে কারণ অনেক সময় এমন হয় যে কোন হ্যাকারের টার্গেট আপনার ফেসবুক আইডি সে আপনার সিমকার্ড ক্লোনিং করে বসে আছে।আপনার যদি আরোও বিষয়ে সিকিউর থাকতে চান তাইলে গুগলে যান এবং সেই বিষয় সার্চ করুন।
কখনোও যদি হ্যাকিংয়ের শিকার হয়েই যান তাইলে আপনার কিছু করণীয় আছে কি করণীয় তা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন।
ভুল কিছু বললে জানাবেন।
আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।