Techtunes এর সাথে অনেক আগে থেকেই আছি এবং অনেক উপকার পেয়েছি। তাই আজ নিজেই আসলাম টিঊন নিয়ে আপনাদের উপকারের আশায়। সবাই টিউন সম্পূর্ণ পড়বেন আশা করি আপনাদের ভাল লাগবে।
বর্তমানে ডেস্কটপ এবং ক্লাউড একাউন্টিং সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো কুইকবুকস। ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমানে ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পেশাজীবীদের মধ্যেও কুইকবুকস এর জয়প্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ অনলাইন মার্কেট প্লেস গুলোতে কুইকবুকস এর প্রচুর চাহিদা রয়েছে। নিচের চিত্রটি লক্ষ্য করলে বুঝতে পারবেন অনলাইন মার্কেট প্লেস গুলোতে কুইকবুকস এর চাহিদা কেমন।
কুইকবুকস এর দুটি ভার্সন আছে।
আমি প্রথমে কুইকবুকস অনলাইন ভার্সন নিয়ে আলোচনা করব। কারণ কুইকবুকস অনলাইন ভার্সনটা শিখতে পারলে অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করার একটা সুযোগ থাকবে। আর আমিও যেকোন জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। আপনাদের উৎসাহ এবং সহযোগিতা পেলে কুইকবুকস অনলাইন এবং ডেস্কটপ এর উপর বাংলা ভিডিও টিউটোরিয়াল বানানের চেষ্টা করব।
কুইকবুকস এর অনলাইন ভার্সন এর মধ্যে বর্তমানে চারটি সাবস্ক্রিপশন চালু আছে।
QuickBooks Online Simple Start
অনলাইন ভার্সনের জন্য প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি জমা দিতে হয়। কেউ চাইলে এক বছরের জন্যও জমা দেয়া যাবে। সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়।
গুগল ক্রোম-লেটেস্ট ভার্সন
ফায়ারফক্স -লেটেস্ট ভার্সন
সাফারি -৬.১
ইন্টারনেট এক্সপ্লোরার -১০
আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব গুগল ক্রোম টা ব্যবহার করার জন্য। এটাতে পারফেক্টলি কুইকবুকস অনলাইন ব্যবহার করতে পারবেন।
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী কুইকবুকস অনলাইন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ্য। এই সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। যে সকল সুবিধার কারণে বর্তমানে কুইকবুকস অনলাইন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল -
কারিগরি সুবিধা-
কাজের ক্ষেত্রে সুবিধা-
আমি এখানে কয়েকটা সুবিধার কথা উল্লেখ করলাম। কুইকবুকস অনলাইন ব্যবহারের সম্পূর্ণ সুবিধা এখন থেকে দেখে নিতে পারেন।
আগামী পর্ব গুলোতে থাকছে-
কিভাবে কুইকবুকস অনলাইন কোম্পানিতে ক্লায়েন্ট হিসেবে সাইন-আপ করবেন।
কিভাবে একজন একাউন্টেন্ট হিসেবে সাইন-আপ করবেন।
কুইকবুকস অনলাইন একাউন্টেন্ট এর সুবিধা।
কুইকবুকস অনলাইন সাবস্ক্রিপশন এর Features সহ সম্পূর্ণ টিউটোরিয়াল।
আপনাদেরকে সাথে পেলে অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়াল শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
কোনো সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করতে পারেন অথবা ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন।
ভিজিট করতে পারেন আমার ব্লগ সাইটেও।
আমি মোহাম্মদ এনাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।