দুঃখিত অনেক দিন পর আসার জন্য। আমার পরিক্ষা চলছিল তাই আপনাদের সামনে আস্তে পারি নি।
তবে এখন থেকে আমি আবার নিয়মিত আপনাদের জন্য solidworks নিয়ে tutorial বানাব ইনশাল্লাহ।
গত পর্ব গুলাতে আমরা ছোট খাট drawing সম্পর্কে দেখেছি এবং কিভাবে আঁকতে হয় তা আমরা শিখেছি।
কিন্ত আসলে আমাদের engineering এর জন্য এত টুকু আসলে যথেষ্ট না।
এই পর্বে আমরা আর নতুন কিছু শিখব।
video টি দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কি টূলস ইউজ করেছি।
নতুন বলতে আমরা reference geometry tool টি ইউজ করেছি
আগে আমরা এখেত্রে ভিডিও টি দেখে নিব।
সাধারণত একটু জটিল টাইপ ডিজাইন করার জন্য এই টুল ইউজ করা হয়। ইউজ করার পদ্ধতি ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
যদি কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই টিউমেন্ট করবেন এখানে। আমি আমার সাধ্যমত বুঝানোর চেষ্টা করব।
আমি রুমায়েল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am in mechanical at BUET. currently i am in third year. interested in designing, programming, robotics. want to learn more. pray for me. thank you