যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই…[স্ক্রিনশটসহ]

আসসালামুয়ালাইকুম, আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। টেকটিউনস মিট-আপের পর আজই প্রথম টিউন করছি... মিট-আপে কি হয়েছে না হয়েছে, তা জাকির ভাই, মারুফ ভাই সহ অনেকেই এ প্রসঙ্গে তাদের মতামত এবং সেখানে কি হয়েছে তা তুলে ধরেছেন, তাই আমি আর নতুন করে কিছু তুলে ধরার প্রয়োজন মনে করছি না, তবুও যারা উপস্থিত থাকতে পারেন নি তাদের জন্য সহানুভুতি দেখানো ছাড়া কিছুই নেই। অনেক সাদামাটা আয়োজন হলেও বেশ নতুন কিছু জানা গেল, টিটি এডমিন আর মডারেটরদের সাথে দেখা হল এবং সবচেয়ে আনন্দের বিষয় ভারচুয়াল জগতে আমাদের মাতিয়ে রাখা টিউনারদের সাথে দেখা করতে পেরেছি... অনেকের সাথে হয়তো জমিয়ে কথা বলা হয়নি তবুও আমার বেশ ভালো লেগেছে... যারা সেচ্ছায় মিট-আপ মিস করেছেন তাদের প্রতি.........

তো বকবক বাদ দিয়ে মূল টিউনে.... আজকে আসলে টিউন করতে মন চাচ্ছে কিন্তু দুঃখের বিষয় টপিক খুজে পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম কি নিয়ে টিউন করা যায়, তো হঠাত করেই মাথায় আসলো যে এ ডিভিডি  ব্যাক আপ নিয়ে টিউন করলে মন্দ হয় না, তাই টিউনটি করছি।

তো শুরু করা যাক...

১.প্রথমে এখান থেকে প্রয়োজনীয় সফটওয়্যার ডিভিডি শ্রিঙ্ক ডাউনলোড করে নিন, অতঃপর ইন্সটল করুন। এই সফটওয়্যারটির সুবিধা হচ্ছে এটি ব্যবহার করে আপনি পুরো ডিভিডি ব্যাক আপ না করে নিরদিষ্ট কিছু অংশও ব্যাক আপ করতে পারবেন, পাশাপাশি আপনি এটি দিয়ে ডিভিডিকে কম্প্রেস করেও ব্যাক আপ করতে পারবেন, তাছাড়া অডিও রিমুভ করা, সাব পিকচার রিমুভ করা সহ নানাবিধ কাজ করতে পারবেন... আর ভালো কথা যে এটি ফ্রিওয়্যার, তাই ক্র্যাক বা কিজেন এর প্রয়োজন নেই। এখানে আমি অন্য সফটওয়্যারও ব্যবহার করতে পারতাম, তবে এটিই সবচেয়ে দ্রুতগতির এবং ব্যবহারবিধি সহজ।

ইন্সটল করাটা খুব সোজা, তবুও অনেকেই পুরোপুরিভাবে এ বিষয়ে নিজেকে পোক্ত করতে পারেন নি, তাই তাদের জন্য ছবি আকারে নিচে ধাপ গুলো দেখানো হল... তবুও সমস্যা হলে জানাবেন...
যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...
যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

২. মনে করি আপনি সফলভাবে ইন্সটল করতে পেরেছেন। এবার আপনি যে ডিভিডিকে ব্যাক আপ করতে ইচ্ছুক সেটা ডিভিডি ড্রাইভে প্রবেশ করান এবং একে ডিভিডি শ্রিঙ্ক দিয়ে ওপেন করুন, এতে সফটওয়্যারটি ডিভিডিটির উপর অ্যানালাইস করবে যে সে ওই ডিভিডি ব্যাক আপ করতে পারবে কিনা, যদি পারে তবে সে আপনাকে দেখাবে যে ব্যাক আপ করতে মোট কতটুকু জায়গা লাগবে...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

৩.আপনি যদি নিরদিষ্ট কিছু অংশ ব্যাক আপ করতে চান তবে “Re-Author” বাটনে ক্লিক করুন।এবার আপনি আপনার প্রয়োজন মত অংশ টুকু সিলেক্ট করে দিন। এখানে আমি একটি মাত্র ফাইলের ডিভিডি ব্যাক আপ করছি তাই মাত্র একটি ফাইলই দেখাচ্ছে। এক্ষেত্রে একাধিক ফাইল যেমন অনেক  মুভিসহ ডিভিডি ব্যাক আপ করতে গেলে আপনি আপনার পছন্ড মত মুভিগুলো ব্যাক আপ করতে পারবেন।
যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...

৪.সিলেকশন করা হয়ে গেলে কম্প্রেশন ট্যাবে ক্লিক করুন। সেখানে ভিডিও কম্প্রেশন মুড অটোমেটিক দিয়ে দিন [আপনি চাইলে এটি চেঞ্জ ও করতে পারেন তবে অটোমেটিক দেয়াই ভালো]। আপনি যদি অডিওছাড়া ব্যাক আপ করতে চান তাহলে অডিও এর নিচের টিক তুলে দিন।

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...
৫.সব কিছু ঠিক ঠাক থাকলে আপনি ব্যাক আপ করার জন্য প্রস্তুত। এবার Backup! বাটনে ক্লিক করুন, এতে নতুন উইন্ডো ওপেন হবে। এবার Browse... বাটনে ক্লিক করে আপনি কোথায় ডিভিডি ব্যাক আপ করতে চাচ্ছেন তা দেখিয়ে দিন। এরপর ওকে বাটনে ক্লিক করুন।

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...
৬.আপনার ডিভিডি ব্যাক আপ শুরু হয়ে যাবে। এখানে ব্যাক আপ হতে কত সময় লাগবে, কত স্পিডে ব্যাক আপ হচ্ছে, সাইজ কত হচ্ছে ইত্যাদি ইনফরমেশন দেখাবে এবং ব্যাক আপ হতে থাকবে।

যেভাবে অতি সহজে পুরো ডিভিডি বা ডিভিডির দরকারী অংশ ব্যাক আপ করবেন কয়েক মিনিটেই...
৭.ব্যাক আপ সম্পন্ন হলে আপনাকে একটি একটি বার্তা প্রদর্শন করে জানিয়ে দিবে যে ব্যাক আপ সফলভাবে শেষ হয়েছে...

সতর্কতা

*আপনি যদি কোনরকম মডিফাই করা ছাড়াই পুরো ডিভিডি ব্যাক আপ করতে চান তবে তবে ২, ৩, ৪ এই ধাপ গুলো এড়িয়ে যাবেন।

**অনেক ক্ষেত্রে আপনি নিচের মত ইরর পেতে পারেন, এতে মনে করবেন যে এটি কপি প্রটেকটেড করা তাই কপি করা যাবে না, সেক্ষত্রে আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন, তবে এ জাতীয় ইরর খুবই রেয়ার, আমি এখনো একটিও পাইনি এমন...

সতর্কতা

***আমি এই টিউনে আপনাকে ইলিগালভাবে কোন কিছু কপি করে তা অন্যের মাঝে ছড়িয়ে দেয়া শিখাই নি... আমি আপনার সুবিধার জন্য যাতে বার বার ডিভিডি ঢুকিয়ে দেখতে না হয় সে পদ্ধতি শিখাচ্ছি... তবুও জব্বার কাগুর মত মানুষদের কাছে অনুরোধ নিজ দায়িত্বে ব্যবহার করুন।

তো আজকের মত এখানেই আমার টিউন শেষ। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। অনলাইন জগতে ভালো থাকতে হলে আপনাকে ভালো থাকার উপায় জানতে হবে। সম্প্রতি একজনকে দেখছি ফিশিং এর শিকার হয়ে নেটে থাকা টাকা হারিয়েছেন তাই সকলকে অনুরোধ আমার ফিশিং বিষয়ক টিউনটি পড়ে দেখার...

ফিশিং(Phishing) আসলে কি এবং কিভাবে হয়, অতঃপর বাঁচার কতিপয় উপায়!

ಥ_ಥ ইন্টারনেটে আপনার পাসওয়্যার্ডকে হ্যাকার আক্রমণ থেকে রক্ষা করবেন যেভাবে!ಥ_ಥ By DJ ΛЯIF

হ্যাকিং শেখা খারাপ কিছু না, আপনি যদি জানেন কিভাবে হ্যাকিং হয় তাহলে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, আর যদি না জানেন যে কিভাবে হ্যাকিং হত তবে নিজেও সেফ থাকতে পারবেন না, অন্যকেও সেফ রাখতে পারবেন না...

আল্লাহ হাফেয। জয়তু টেকটিউনস...

আমার সম্পর্কে

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই ভালো টিউন…………..
আপনাকে ধন্যবাদ………………….
আমার একটা প্রশ্ন আছে………………জানলে জানাবেন…………….
………..আমার কিছু DVD dish আছে যা DVD player এ play হয় …কিন্তু PC তে play হয় না……
DVD drive এ দেখায় ‘0’ zero property ………………………এটার কি কিছু করা যায়..(মনে হয় PC protect করা আছে)….যাতে PC তে চলে…………….

    আপনাকেও ধন্যবাদ কলকাতা।

    আমার মনে হয় আপনার ডিভিডিতে স্ক্র্যাচ পড়েছে যার ফলে আপনার পিসির ডিভিডি ড্রাইভে তা জিরো প্রোপারটি দেখাচ্ছে বা পিসি প্রটেকটেডও থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানিনা, জানতে পারলে আপনাকে জানাবো। টেকটিউনসের সাথে থাকবেন…

ধন্যবাদ! খুবই প্রয়োজনীয় এবং কাজের একটি টিউনের জন্য। আপনার কাছ থেকে এ ধরনের টিউন আরো আশা করি!

    আপনাকেও ধন্যবাদ, ভবিষ্যতে ব্লগার হওয়ার ইচ্ছা আছে, তাই এখন থেকেই অনেকটা ব্লগারদের মতই লেখার চেষ্টা করি আরকি।
    টেকটিউনসের সাথে থাকুন, এরকম আরো টিউন পাবেন শীঘ্রই…

এই টিউনটি আমার একদম কাজে লাগবেনা। 🙁 কারন আমার নেটবুকে কোন অপটিকাল ড্রাইভ নাই। আর আমার ডেক্সটপের ডিভিডি রাইটার দুই বছর থেকে নষ্ট। কিভাবে জানি ভিতরে একটি বিস্ফোরন ঘটেছিল। আমি সেটি খুলে ভিতর থেকে একটি ডিভিডির হাজারখানেক টুকরা উদ্ধার করেছিলাম। 🙁 তবে আমার বন্ধুদের সাথে শেয়ার করে এক্সট্রা সমীহ আদায় করা সম্ভব 😀 ধন্যবাদ টিউনের জন্য।

    নেটবুকে অপ্টিকাল ড্রাইভ নাই বুঝলাম কিন্তু পিসির ডিভিডি রাইটেরের দামতো এখন খুব বেশি না, কিনে ফেলেন একটা… ধইন্যা মারুফ ভাই…

    ১৪ লাখ টাকা পাইতেছি। 😉 মাত্র ২১টা দিন ধৈর্য ধরো। পৃথিবী থেকে ডিভিডি যুগকে উচ্ছেদ করে সবাইরে একটা কইরা পেন ড্রাইভ কিইন্যা দিব 😛 ।

    পুনশ্চ : এটা উচিত হলোনা। 🙁 ১৪লাখ টাকার টিউনটা ডিলিট হয়ে গেছে। এখন আমাকে ডিভিডি কিনতেই হবে 🙁

    হা হা হা… হাসালেন মারুফ ভাই, ১৪ লাখ টাকা দিয়ে সবাইকে পেন ড্রাইভ, উহু আমিও চাই…

    ওরকম ফালতু টিউন ডিলিট করাই উচিত।

    @ মারুফ ভাই
    সকাল থেকে মনটা খারাপ ছিল কিন্তু আপনার কমেন্ট পড়ে……….. হে হেহে…………

কাজের টিউন। 🙂

ভাল জিনিস নিয়ে লিখেছে, মাঝে মাঝেই কাজে লাগবে……… থ্যাংকস 😀

    হ্যা টপিক খুজে পাচ্ছিলাম না তাই একদম সাধারণ টপিক নিয়েই লেখা…… মোস্ট ওয়েলকাম।

হ ভাই। কামে লাগছে।
ধন্যবাদ দিয়ে তাই ছোট করতে চাচ্ছিনা।

    কাজে লাগলেই কষ্ট সার্থক… আপনি যেহেতু নিজের নাম বা ভারচুয়াল নাম ব্যবহার করেননি 🙁 তাই আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিলাম 😉

DJ ভাল আছ? ৪ গিগা ব্যাকাপ করতে কত সময় লাগবে?

    এইতো কামরুল ভাই, ভালোই আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?

    আমি ৪.৭ গিগা ব্যাক আপ করলাম, আমার ২মিনিট লেগেছিল মাত্র…

আমি ভিডিওতে জলছাপ আকারে আমার নাম এড করতে চাই। অনেক চেষ্টা করেছি সমস্যা হলো ভিডিওএর কোয়ালিটি খারাপ হয়ে যায় জলছাপ দেয়ার পর। আমার প্রশ্ন এমন একটি সফটএর নাম কি দিবেন যা দ্বারা কাজটি সহজে ও কোয়ালিটি অক্ষুন্ন রেখে করা যায়।

প্রথমে ধন্যবাদ দিচ্ছি বিস্তারিত ভাবে লিখার জন্য।আপুনি শুধু ডিভিডির কথা বলেছেন, এইটা দিয়ে সিডীর ব্যাকআপ করা যাবে কি।

    আপনাকেও ধন্যবাদ… এটি দিয়ে কখনো সিডি ব্যাক আপ করিনি, তাই বলতে পারবো না। সিডি ব্যাক আপ এর জন্য CloneCD ব্যবহার করতে পারেন। আমি এটি ব্যবহার করি।

vai pls “shatter stock” ar premium acount ar coad ditay parban? pls pls pls pls pls

    ShutterStock এর প্রিমিয়াম একাউন্ট নেই আমার কাছে, কখনো প্রিমিয়াম ইউজ করার দরকার পরেনি, ফ্রিতেই দিব্যি ভালো চলছে।

দারুন !!! ভই copy protected CD/DVD তৈরির কোন উপায় আছে কি ? থকলে এই নিয়ে একটা টিউন করুন না !

    ধন্যবাদ আপনাকে। কপি প্রটেকটেড সিডি/ডিভিডি তৈরি করা যায়, ঠিক আছে টিউন করবো এ বিষয়ে…

ধন্যবাদ