এন্ডয়েড ফোনের প্যার্টাণ লক খুলুন খুব সহজে (পুর্ণাঙ্গ টিউটোরিয়াল)

Level 3
স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার

আসসালামু আলাইকুম। আজকে জুমাবার সবাইকে জুমা মোবারকবাদ জানিয়ে আজকের টিউন শুরু করলাম। আশা করি সবাই ভাল আছেন। প্রায় বছর খানেক হল ব্যস্ততার মাঝে টিউন করা হয়না। আজকে ভাবলাম প্যার্টাণ লক সমন্ধে একটা টিউন করি। বর্তমান যুগে এন্ডয়েড ফোন সচরাচর দেখা যায়। অনেকে প্যার্টাণ লক সমস্যায় পড়ে থাকে। আজকে আলোচনা করব, কিভাবে Mtk Baset phone এ প্যার্টাণ লক খুলতে হয়।  তাহলে শুরু করা যাক।

ধাপ 1: প্রথমে আপনার কম্পিউটারে ইউ.এসবি ড্রাইভার ইন্সটল থাকতে হবে। ডাইভার না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন। ড্রাইভার ইন্সটল করতে সমস্যা হলে এই ভিডিওটা দেখে নিন।

তারপর আপনার ফোনের মডেল অনুযায়ী স্টকরোম ডাউনলোড করুন। গুগলে সার্চ দিলে অরজিনাল স্টকরোম পাওয়া যায় বর্তমানে। তবে এখান থেকেও মডেল অনুযায়ী ডাউনলোড করতে পারেন।

ধাপ 2: এখান থেকে Sp Tool ডাউনলোড করবেন। এক্সট্রাক করার পর নিচেরমত দেখতে পাবেন। এখান থেকে লাল ঠিক চিহ্ন দেয়া ফ্লাশ টুল ওপেন করুন।

ধাপ 3: আপনার ফোন অফ কারুন।

ধাপ 4: ফ্লাশ টুল ওপেন হলে ডাউনলোড ট্যাবে ক্লিক করুন। স্ক্রিনশট এ দেখানো যায়গায়(Scatter loading) ক্লিক করেন।ধাপ 5: এখন একটু পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে যান। এবং Firmware ফোল্ডারে প্রবেশ করুন।  এখন যেটাতে Scatter লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন। দেখবেন নিচের ২নং চিত্রের মত আসবে। ধাপ 6: তারপর Download Only সিলেক্ট করুন। ধাপ 7: তাপর নিচের লাল চিহ্নে দেখানোমত সব ঠিক চিহ্ন উঠিয়ে ফেলুন। শুধু মাত্র userdata ফাইলে ঠিক চিহ্ন রাখুন।

ধাপ 8: তাপর Download এ ক্লিক করুন।

ধাপ 9: তারপর মোবাইলের ব্যাটারী খুলে ফেলুন। ইউ.এস.বি ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থাতেই)। পিসি তে লাগানোর পর সাবধানে মোবাইলের Volume + বাটন চাপ দেয়ার সাথে সাথে ব্যাটারী লাগান। দেখতে পাবেন একটা লাল loader load হচ্ছে। কিছুক্ষন সময় অপেক্ষা করুন

ধাপ 10:  কাজ শেষ হলে নিচের মত চিত্র দেখাবে। তাপর ব্যাটারী খুলে ফোন অন করুন। ইনশাহ আল্লাহ প্যার্টাণ লক খুলে যাবে।

আজকে এই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

বিঃ দ্রঃ কেউ যদি ফ্লাশ ফাইল না পেয়ে থাকেন তাহলে আমাকে টিউমেন্ট করবনে। আমি যথাসাধ্য চেষ্টা করব।

হ্যাঁ শেয়ার এবং টিউমেন্টস করতে একদম ভুলবেন না।

ফেইসবুকে আমি

আমার আগের পোষ্ট-

এন্ড্রয়েড মোবাইল ফ্লাশ করার পদ্ধতি (পুর্ণাঙ্গ টিউটোরিয়াল)

ধন্যবাদ সবাইকে।

Level 3

আমি মোহাম্মদ ফারুক। স্বতাধিকারী, ফারুক কম্পিউটার, কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ফারুক,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

ব্লগ টি খুব ভাল Download android frimware todayshot.in https://todayshot.in