আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন, নিশ্চইয় ভালো।
আপনি কি খুব সহযে ছবি ইডিটিং শিখবেন ভাবছেন। তাহলে এটি টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই কাজে দেবে। কেননা এখানে আমি খুব সহয এবং বেসিক একটি কাজ দেখিয়েছি। তার সাথে আপনার যেন বুঝতে অসুবিধা না হয়, তার জন্য একেবারে ছোট খাট বিষয় গুলোও তুলে ধরেছি। কাজটি হচ্ছে অনলাইনে ছবি ইডিটিং। এই কাজটি আপনি আপনার মোবাইল বা পিসি থেকে অনায়াসে করতে পাবেন।
যারা একবারে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখৃুন :
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
আপানার যা প্রযোজন হবে।
১) ইন্টরনেট সংযোগ।
২)আপনার সিলেক্ট কৃত ছবি।
এর জন্য আপনাকে একটি সাইটে যেতে হবে, এটি একটি সেরা অনলাইন ছবি ইডিটিং সাইট গুলোর মধ্যে একটি, সাইট টির লিংক হল এখানে
আপনার এই সাইটে যাওযার পরে ইচ্ছে মত মডেল ছবি সিলেক্ট করুন এবং তারপর একটি আপলোড ঘর আসবে সেখানে আপনার ছবিটি আপলোড দিন।
ব্যাস আপনার কাজ শেষ। এখন অনলাইনেই আপনার সব কাজ করবে। তারপর একটি ডাউনলোড বাটন পাবেন। ডাউনলোড বাটনে ক্লিক করুন । আপনার ছবি ডাউনলোড হওয়া শুরু করবে। কাজ শেষ।
আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব।
পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রিয় মো আব্দুল মোমিন টুটুল,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।