সাটলিপি শিখুন সহজে [পর্ব-১১] : ভিডিও টিউটোরিয়াল

আচ্ছালামুয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন? অল্প কয়েকজন নিশ্চয় আমার উপর বিরক্ত হয়ে আছেন। আমি অনেক দিন যাবত টেকটিউনসে আসিনি বলে লিখতে পারিনি। আজ আবারও হাজির হলাম, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো টিউটোরিয়াল টিউন হবার সাথে সাথে পান, কিন্তু অন্যরা পাননা।

তাই টেক্টিউন্সে আসলাম,যদিও শুনেছি অনেক নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। তাই আমি লিংক দিতে পারব কিনা জানিনা। আর সাটলিপি তো টেকটিউনসে লিখে বলা সম্ভব নয় কারন সাটলিপি এনভাইরন্মেন্ট নাই, ফন্ট ও নাই। এখানে আমি বড় জোর ফটো দিতে পারি।

জনাব অ্যাডমিন সার, আমি নতুন নিয়ম খুব ভাল জানিনা তাই লিংক দিলাম। যদি নীতিমালা লঙ্ঘন হয় তবে টিউনারশীপ বাতিল করবেন না। টিউন পেন্ডিং করে রাখবেন। ফটো ইন্সার্ট নিয়ম ও কিছু বুঝতেছি না। টেকটিউনস দেখি জটিল হয়ে যাচ্ছে।

সাটলিপিতে এই টিউন এ তেমন কিছু লেখার নাই তাই টিউন পুর্ণ করতে কিছু কথা জানতে চাচ্ছি। টেকটিউনস এর লেখক হতে হলে কি করতে হবে? ফর্ম আবেদন করতে হবে সেটা দেখেছি, আমি বলতে চাচ্ছি এরপর কোন প্রক্রিয়া? টেকটিউনস এ যাহারা নিয়মিত লেখেন তাদের বাছাই করা হয় কিনা। আমি নিয়মিত লেখক না। কিন্তু আমি কোন বিষয়ে প্রতিবেদন,গভেষনা পত্র লিখতে পারি। আমি চান্স পাব কিনা জানতে চাই।

Level New

আমি hripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 167 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় hripon,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।