বিসমিল্লাহির রাহমানীর রাহীম, অনেক দিন পর টেকটিউনে টিউন করতে আসলাম। আশা করি সবাই ভলো আছেন।
বিশেষ বক্তব্যঃ-
তো আজকের টিউনের বিষয়টি আশা করি অলরেডি টিউনার হেডলাইনে দেখে ফেলেছেন। কিভাবে 1080p রেজুলেশনের ভিডিও কোন প্রকার ল্যাগিং সমস্যা ছাড়াই স্মুথলী প্লে করবেন আপনার লো কনফিগারেশনের pc তে। আমি নিজেও এই সমস্যার জন্য আমার লো কনফিগের pc তে 1080p রেজুলেশনের মুভি দেখতে পারতাম না ভালো ভাবে যখনই মুভি দেখে বসতাম তখনই 1080p এর মুভি গুলো আটকে আটকে যেতো সাউন্ড আগে পরে আসতো আর দেখতে ভালো লাগতো না বিরক্ত হয়ে যেতাম। আমি এই সমস্যার সমাধান google and youtube এ খুজাখুজী করেছি কিন্তু তেমন আশানুরুপ ফল পাই নাই। তবে আজ আমি আপনাদের এই সমস্যার একটা সমাধন দেওয়ার চেষ্টা করবো। জানি না আপনারা খুসি হবেন নাকি বেজার হবেন। তবে যাই হন না কেনো আজ এর ছোটখাটো একটি সমাধান পাবেন। তো চলুন টিউনটি শুরু করা যাক
প্রথমেই বলে নিচ্ছি যাদের টিউন পরতে কষ্ট লাগে তারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিও টিউটোরিয়াল এ।তো এই সমস্যাটি কেনো হয় বা কি কারনে হয় তাও ভিডিও টিটোরিয়াল এ বলা হয়েছে দেখে নিবেন। আপনাদের উপকারে আসলে আমার এই channel টি subscribe করতে ভুলবেন না।
ভিডিও টিউটোরিয়াল এর লিংকঃ Video Tutorials Here
যা যা প্রয়োজনঃ
তো এই সমস্যা সমাধানের জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
লিংকঃ Download Here
লিংক প্রবলেম হলে এখানে দেখুনঃ Alternative Link
কাজের ধারাঃ-
1] উপরের লিংক থেকে software টি ডাউনলোড করে নিন তারপর winrar দিয়ে zip ফাইলটি extract করুন। আর zip ফাইলটি আমি password protect করে দিয়েছি তাই ভিডিওর description বস্ক থেকে password টা কপি করে পেষ্ট করে ok click করুন তাহলে extract হয়ে যাবে আর software টি পেয়ে যাবেন।
2] এবার software টি ডাবাল click করে open করুন এবং Yes এ click করুন।
3] তাহলে নিচের screenshot এর মত আসবে Next এ click করুন
4] তাহলে নিচের মত আসবে normal mode থাকা অবস্থায় Next এ click করুন।
5] তাহলে নিচের মত আসবে যেমন আছে তেমন থাকবে শুধু next এ click করুন।
6] তাহলে নিচের মত আসবে তারপর desktop shortcut for media player classic এ টিক চিহ্ন দিয়ে next এ click করুন।
7] তাহলে নিচের মত আসবে
এবার নিচের screenshot মত H.264 video ও VC-1 video কিল্কি করে দুটাই MPC -HC internal DXVA decoder সিলেক্ট করে দিন তারপর next এ click করুন।
8] তাহলে নিচের মত আসবে যেমন আছে তেমন থাকবে শুধু Next এ click করুন।
9] তাহলে নিচের মত আসবে এবার select all video তে click করে next এ click করুন।
10] তাহলে নিচের মত আসবে এবার যেমন আছে তেমন থাকবে শুধু next এ click করুন।
11] তাহলে নিচের মত আসবে শুধু install এ click করুন তারপর install শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
12] install শেষ হলে নিচের মত আসবে শুধু Finish এ click করুন।
ব্যাস কাজ শেষ আর হয়ে গেলো সমাধান।
এবার আপনার 1080p রেজুলেশনের মুভি বা ভিডিও play করে দেখুন smoothly চলতিছে আপনার hd video গুলো আর ল্যাগ করছে না।
নোটঃ সবসময়ই media player classic দিয়ে আপনার hd মুভি বা 1080p রেজুলেশনের ভিডিও দেখবেন তাহলে আর সমস্যা হবে না।
জানি না আপনাদের কতটুকো উপকারে আসবে এই টিউনটি। যদী এটু উপকারে আসে তাহলে plz আমার ছোট channel টি subscribe করে রাখবেন আশা করি অনেক ভালো কিছু feedback পাবেন। যদী কাজটি করতে গিয়ে কোন সমস্যা হয় তাহলে আমার channel এ গিয়ে টিউমেন্ট করুন আশা করি হেল্প করার চেষ্টা করবো।
যদী এই টিউনটি কেউ শেয়ার করেন তাহলে অবশ্যই সাথে ভিডিও টিউটোরিয়াল এর লিংকিও শেয়ার করবেন।
আজ এই পর্যন্তই আবার আগামিতে ভিন্ন টিউন নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ্ হাফেজ।
আমি বেনিফিট টেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুব অতি সাধারন একটি ছেলে.শূন্যতাই আমার পথ চলার সংগী.আমার জন্যে সবাই দোয়া করবেন
প্রিয় বেনিফিট টেক,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।