আসসালামু আলাইকুম।
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এটি আমার প্রথম টিউন যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমার করে দিবেন।
বর্তমান এন্ডোয়েড এর যুগে আমরা কম্পিউটার এর অনেক কিছুই মোবাইল এর মাধ্যমে করে থাকি।
আমি দেখেছি অনেকেই মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখতে চাই কিন্তু কম্পিউটার না থাকাই তারা শিখতে পারেনা।আমি কিছুদিন মোবাইল ঘেঁটে দেখলাম একটু কষ্ট হলেও মোটামোটি ভালো ভাবে এক্সেল পাওয়ার পয়েন্ট মোবাইল এর মাধ্যমে শিখা সম্ভব।
আর এবিষয়ে তেমন বেশি টিউটোরিয়াল ইউ টিউবে নাই আর যা আছে তা স্বল্প আকারে।আমি চাচ্ছি মোটামুটি বেসিক থেকে এডভান্স লেভেল পর্যন্ত টিউটোরিয়াল দেবো যাতে করে বিশেষ করে এক্সেল এর বিভিন্ন ফরমেট বানান এবং প্রযোজোনিয় ফর্মুলা গুলো ভালো ভাবে শিখতে পারে।
আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি মনে করছি এই বিষয়ে টিউটোরিয়াল বানাব।কারণ আপনাদের উৎসাহ আমাকে সাহায্য করবে।
আমার একটি ইউ টিউব চ্যানেল আছে যদি ভালোলাগে একটু ঘুরে আসতে পারেন।
**আমি আবারও বলছি আমার বানানে ভুল হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।**
আমি ইমদাদুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আলআমিন রহমান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।