প্রথমে সবাই আমার সালাম নিবেন, আসা করি আল্লাহর অশেষ নিয়ামতে আপনারা সবাই ভাল আছেন। এটা আমার প্রথম টিউন টেকটিউনস এ। যদি কোনো ভুল ত্রুটি হয় তবে ক্ষমার চোখে দেখবেন। আজ আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি টিউটোরিয়াল উপহার দেব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজ এ অরগানিক ভিজিটর আনবেন এবং পেজ এর লাইক বাড়াবেন।
১/ Post Timeing
আপানাকে এমন সময় Post করতে হবে যখন সবাই ফেসবুক এ থাকে! যেমন সন্ধ্যা ৬-১২ এই টা বেস্ট টাইম টিউন এর জন্য !
এই সময় টিউন দিলে সবাই দেখবে।
২/ গ্রুপ টিউন শেয়ার
আপনার পেজ রিলেটেড কিছু গ্রুপ এ আপনাকে জয়েন করতে হবে। এন্ড আপনার পেজ এর টিউন গুলো ওই সকল গ্রুপ এ শেয়ার দিতে হবে।
৩/ ফেচবুক লাইভ
এটি একটি মারাত্মক কাজের টিপস আপনার পেজ রিলেটেড ভিডিও লাইভ করে সেই গুলা শেয়ার দিতে হবে ! গ্রুপ এ গ্রুপ এ এটা সব থেকে বেশি কাজে দেই !
নিচের স্ক্রীনশর্ট এ দেখুন আমার পেজ এ এক মাসে কত লাইক পেয়েছি।
নিচের ভিডিও টি তে বিস্তারিত আলোচনা করা হয়েছে না বুঝলে ভিডিও টা দেখুন।
তো বন্ধুরা আজ আর বেশি কথা বলব না আপনারা শুধু পুরো ভিডিও টা ভালো করে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা আজ আর বেশি কথা বলব না আপনারা শুধু পুরো ভিডিও টা ভালো করে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই।
আমি শোআইব ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।