প্রিয় টেকটিউনারস, কেমন আছেন সবাই? কয়েকদিন পর আজ আবার লিখতে বসলাম। Downloading জগতে Internet Download Manager একটি অতি প্রয়োজনীয়, জনপ্রিয় সফটওয়ার। আমরা অনেকেই এই সফটওয়ার টির পেইড ভার্সন ইউস করি না। আবার ফ্রি ভার্সন ইউস করতে গিয়ে অনেকেই নানাবিধ সমস্যার সম্মুখিন হই। যেমন ফেইক সিরিয়াল কি সমস্যা, রেজিস্ট্রেশন সমস্যা ইত্যাদি। চাইলে আমরা অতি সহজে এই সমস্যা গুলোর সমাধান করতে পারি। আজ আপনাদেরকে দেখাব কিভাবে Internet Download Manager আজীবনের জন্য ইউস করতে পারেবেন।
প্রথমে এই লিংক থেকে Internet Download Manager সফটওয়ারটি নামিয়ে নিন ঃ
https://mega.nz/#F!wtQwnJYL!kZucBR7wqlz95dHc9UAa1g
তারপর বিস্তারিত ইন্সট্রাকসন জানার জন্য নিচের ২.৩০ মিনিটের ভিডিওটি দেখে ফেলুন।
আর যদি Internet Download Manager এর এক্সটেনশনের সমস্যা হয় তবে এই পিকচারটি দেখতে পারেন।
অথবা Internet Download Manager এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কিভাবে এক্সটেনশন সমস্যার সমাধান করবেন।
আর যদি কোন সমস্যা হয় তবে টিউমেন্ট করতে ভুলবেননা। তো আজ এই পর্যন্তই থাক। কথা হবে অন্য কোন একদিন অন্য কোন সমস্যা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর পাশের মানুষটিকে ভালো রাখুন।
আমি আবদুস ছাত্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।